নীলফামারী জেলা সদরের শাহীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে এসে শিক্ষার্থীদের ক্লাস পাঠদান শুনলেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জান।
বুধবার (১৬জুলাই) বিদ্যালয় পরিদর্শনে এসে ভবন ও তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের সাথে পাঠদান কার্যক্রম এবং শিক্ষকদের সাথে মতবিনিময় করেন। এসময় ৪র্থ শ্রেণীর শিক্ষার্থীদের পরিবেশনায় নাটক “অবাক জলপান” অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা জছিজুল আলম মন্ডল, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা আতাউল গণি ওসমানী ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামিমা আক্তার। পরিদর্শন শেষে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জান শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য বিদ্যালয়ের অভিভাবক ছাউনি মেরামত সহ নতুন ভবন নির্মাণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে তাদের আশ্বস্ত করেন।




















