আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য নীলফামারীর চারটি সংসদীয় আসনের মধ্যে ৩টিতে প্রার্থীর নাম ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। ঘোষিত প্রার্থীরা হলেন নীলফামারী-২ (জেলা সদর) আসনে এ্যাডঃ হাসিবুল ইসলাম , নীলফামারী-৩ (জলঢাকা) আসনে আমজাদ হোসেন ও নীলফামারী ৪(সৈয়দপুর-কিশোরীগঞ্জ) আসনে আলহাজ্ব সহিদুল ইসলাম।
গণসমাবেশে প্রধান অতিথি প্রার্থীদের হাত তুলে ধরে উপস্থিত নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে পরিচয় করিয়ে দিয়ে মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম বলেন, ইসলামী আন্দোলন ছাড়া অন্যান্য রাজনৈতিক দলের কথার সাথে মার্কা ও কাজের মিল নেই। কিন্তু ইসলামী আন্দোলনের কথার সঙ্গে কাজের ও মার্কার মিল রয়েছে। এই দল মতায় এলে দেশের মানুষ শান্তিতে থাকবে।
কেননা ইসলামী আন্দোলন ক্ষমতায় আসলে, এমন পরিবেশ তৈরি হবে, যেখানে কেউ আর অবৈধ কোনো কিছুর চিন্তাই করবে না। সবার মধ্যে ভালো কিছু করার ইচ্ছে তৈরি হবে। এজন্য তিনি উপস্থিত সকলের কাছে হাতপাখা প্রতীকে ভোট ও প্রত্যেকের সহযোগিতা কামনা করেন।
এ সময় তিনি জুলাই গণহত্যার দৃষ্টান্তমূলক বিচার, সকল আহতদের দ্রুত চিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিত করা, দুর্নীতিবাজ ও অর্থপাচারকারীদের বিচার নিশ্চিত করে জাতীয় রাজনীতিতে অযোগ্য ঘোষণা, ইসলাম, দেশ ও সমাজ বিরোধী অনৈতিক নারী কমিশন বাতিল, প্রয়োজনীয় সংস্কার করে যৌক্তিক দ্রুততম সময়ে সংশোধন করে সংখ্যানুপাতিক জাতীয় নির্বাচন ব্যবস্থা এবং ইসলামী শাসন ব্যবস্থা প্রবর্তনের মাধ্যমে সুদ-ঘুষ, দুর্নীতিমুক্ত একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি জানানো হয়।




















