নীলফামারীর কিশোরগঞ্জে গাঁজা সেবনের দায়ে ৩ যুবককে ১৫ দিন করে জেল ও ৫ শত টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রীতম সাহা ভ্রাম্যমান আদালত বসিয়ে এ রায় দেন।
এর আগে বুধবার দুপুরে নীলফামারী মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল উপজেলার চাঁদখানা ইউনিয়নের কেল্লাবাড়ি ক্যানেলের পাশে গাঁজা সেবনের সময় তাদেরকে হাতে নাতে আটক করে। খবর পেয়ে সেখানে গিয়ে উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা ভ্রাম্যমান আদালত বসিয়ে প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ৫ শত টাকা করে জরিমানা করে। দন্ড প্রাপ্তরা হল কাচারী পাইকারাপাড়া গ্রামের রমজান আলীর পুত্র নবাব (২৪), কেল্লাবাড়ি গ্রামের কালিচরনের পুত্র রবি দাস (২২) ও বগুলাগাড়ী বাবু পাড়ার আইনাল চন্দ্র রায়ের পুত্র জীবন রায় (২৫)।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রীতম সাহা বিষয়টি নিশ্চিত করে বলেন, গাঁজা সেবন ও সেবনের প্রস্তুতির সময় আটককৃতদের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রত্যেককে ১৫ দিনের করে জেল ও ৫ শত করে টাকা জরিমানা করা হয়েছে।
























