নীলফামারীর জলঢাকায় একটি পাথরবোঝাই ট্রাক থেকে ৫ দশমিক ৭ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে ট্রাকচালককে গ্রেফতার করা হয়েছে। উদ্ধারকৃত মাদকের বাজারমূল্য প্রায় এক লাখ চৌদ্দ হাজার টাকা।
পুলিশ জানায়, বুধবার (৫ জুন) দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটে জলঢাকা পৌরসভার ট্রাফিক মোড় এলাকায় অভিযান চালিয়ে এসব গাঁজা উদ্ধার করা হয়। অভিযানটি পরিচালিত হয় ডালিয়া-জলঢাকা সড়কে।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার এ.এফ.এম. তারিক হোসেন খান-এর দিকনির্দেশনায় ও নীলফামারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. ফারুক আহমেদের তত্ত্বাবধানে অভিযান পরিচালনা করা হয়। জলঢাকা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজ্জাদ হোসেনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে অংশ নেন এসআই (নিরস্ত্র) মো. আনিছুজ্জামান ও এএসআই (নিরস্ত্র) মো. রফিকুল ইসলামের সমন্বয়ে গঠিত একটি চৌকস টিম। অভিযানে ঢাকা মেট্রো-ট ১৭-০৬১৮ নম্বরের একটি ট্রাক তল্লাশি করে পাথরের নিচে লুকানো অবস্থায় গাঁজার প্যাকেটগুলো উদ্ধার করা হয়।
এসময় ট্রাকচালক মো. মতিয়ার রহমান (২৪), পিতা মোন্নাফ আলী, গ্রাম- গুড্ডিমারী (আদর্শ), থানা- হাতীবান্ধা, জেলা- লালমনিরহাটকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মতিয়ার স্বীকার করেছেন, তিনি দীর্ঘদিন ধরে অজ্ঞাতনামা মাদক ব্যবসায়ীদের কাছ থেকে গাঁজা সংগ্রহ করে বগুড়া জেলায় সরবরাহ করতেন।
এ ঘটনায় মতিয়ারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১৯(খ)/৪১ ধারায় জলঢাকা থানায় একটি মামলা (নং-০৬, তারিখ-০৫/০৬/২০২৫) দায়ের করা হয়েছে। অজ্ঞাতনামা মাদক চক্রের অন্যান্য সদস্যদের শনাক্তে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে বলে জানিয়েছেন জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ হোসেন।
ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশের মিডিয়া ফোকাল পয়েন্ট ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এ.বি.এম. ফয়জুল ইসলাম।