০৯:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫

জলঢাকায় অবৈধ বিলাপ কয়েন প্রতারণার অভিযোগে প্রধান শিক্ষক সহ ৩ জনের নামে মামলা

জলঢাকায় অবৈধ B-Love Network এর মাধ্যমে অন-লাইনে B-Love Coin ক্রয়-বিক্রয় করে ১৩ লাখ,৬ হাজার, ৮শত টাকা প্রতারণা করেন।

ভূক্তভোগী গত ২০-০৯-২৫ইং তারিখে টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে প্রধান শিক্ষক, একজন প্রভাষক এবং এই অবৈধ কয়েন ব্যবসা চক্রের মূল হোতাসহ ৩ জনের নাম উল্লেখ করে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত, ঠাকুরগাঁও একটি মামলা দায়ের করেন। যাহার মামলা নং- সি, আর-১৮৪/২৫।

আদালত মামলাটি আমলে নিয়ে এজাহার হিসেবে গণ্য করে প্রতিবেদন প্রেরণ করার জন্য অফিসার ইনচার্জ, ভূল্লী থানা, ঠাকুরগাঁও-কে নির্দেশ প্রদান করেন।

এজাহার সূত্রে জানা যায়, আসামীগণ হলেন- রংপুর পর্যটন পূর্বপাড়া মকছুদার রহমানের ছেলে কর্মস্থল নীলফামারীর জলঢাকা রাবেয়া চৌধুরী মহিলা ডিগ্রী কলেজের সিনিয়র প্রভাষক মাহবুব হোসেন, জলঢাকার শৌলমারী ইউনিয়নের ৪নং ওয়ার্ড দেওয়ানীপাড়া গ্ৰামের মৃত করিম বকস ছেলে, কর্মস্থল- শৌলমারী ইউনিয়নে গোপালঝাড় বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হামিদুল হক ও  কাঠালী ইউনিয়নের পূর্ব কাঠালী উত্তর পাড়া গ্ৰামের মৃত জবান উদ্দিন মেম্বারের ছেলে জাহেনুর ইসলাম হেলাল। ওই মামলার বাদী ঠাকুরগাঁও জেলার ভূল্লী থানার কিসামত শুখানপুকুরী (আদর্শ বাজার) গ্ৰামের আনোয়ার হোসেন এর ছেলে কুদ্দুস আলী।

মামলার বাদী এজাহারে উল্লেখ করেন, বাদী কুদ্দুস আলী আসামী জাহেনুর ইসলাম হেলাল এর ভাইয়ের সেনেটারী ব্যবসা প্রতিষ্ঠানের কর্মচারী। ৩নং আসামীর ব্যবসা প্রতিষ্ঠান ও বাদীর কর্মস্থল পাশাপাশি হওয়ার সুবাদে আসামীগণের সহিত বাদীর সু-সম্পর্ক ও বন্ধুত্ব গড়ে উঠে। বিভিন্ন সময়ে বাদীর সহিত প্রতারণার উদ্দেশ্যে

আসামীগণ পরস্পর যোগসাজস করে  ২০২৩ সালে ৩নং আসামীর ব্যবহৃত মোবাইলের আই,ডি হইতে বাদীর মোবাইলের আই, ডি’র মাধ্যমে ২১হাজার, ৬শত  BLV COIN ক্রয় করেন। পরবর্তীতে, গত  ২৪-১১-২৪ইং তারিখে বাদী কুদ্দুস আলীর ব্যবহৃত মোবাইল হতে ৩নং আসামীর ব্যবহৃত মোবাইল আই, ডি’তে সম পরিমান BLV COIN  ট্রান্সফার করে নেদ, যাহার মূল্য বাংলাদেশী মুদ্রায় ১৩ লাখ, ৬শত টাকা। বাদী কুদ্দুস আলী জানান, পেশায় আমি সেনেটারি মিস্ত্রী। আসামীদের প্রলোভনে আজ আমি সর্বশান্ত।

আসামীগণ আমার সাথে প্রতারণা করবে বুঝতে পারি নাই। উক্ত টাকা সংগ্ৰহ করতে জমি বিক্রি করেছি। ব্যাংক, এনজিও এবং অনেকের কাছ থেকে ধার-দেনা করতে হয়েছে। তারা আমাকে টাকার জন্য চাপ দিচ্ছে। আমি বর্তমানে দিশেহারা। আসামীগণ টাকা দেয়ার জন্য আশ্বাস দিলেও আজ দিব -কাল দিব বলে সময় ক্ষেপন করে আসছে। বাধ্য হয়ে আদালতে মামলা করেছি।

মামলা করার পর তারা আমার সাথে দুই দফায় আলোচনায় বসেছিল। টাকা পরিশোধের বিষয়ে কোন কথা নেই, উল্টো আমাকে মামলা তুলে নেয়ার জন্য হুমকি দিচ্ছে। হুমকি দেয়ার বিষয়টি আমি পরবর্তীতে আদালতকে অবগত করব। আশা করি আমি আদালতে ন্যায় বিচার পাব এবং বিজ্ঞ আদালত আসামীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনবেন এই প্রত্যাশা করছি।

জলঢাকা থানার তদন্ত কর্মকর্তা এএসআই শাহনেওয়াজ শামীম জানান, ভূল্লী থানা থেকে প্রেরিত আসামীদের নাম ঠিকানা যাচাই পূর্বক তদন্ত প্রতিবেদন গত ১৮-১১-২৫ই তারিখে পাঠিয়ে দেয়া হয়েছে।

ভূল্লী থানার তদন্ত কর্মকর্তা সাব-ইন্সপেক্টর আবু সাঈদ জানান, জলঢাকা থানার তদন্ত প্রতিবেদন পেয়েছি। এই মামলার বিষয়ে উর্ধতণ কর্তৃপক্ষে অবগত করা হয়েছে। কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

ঠাকুরগাঁও ভূল্লী থানার নবাগত অফিসার ইনচার্জ নুরে আলম সিদ্দেকী জানান, আইগত ব্যবস্থা প্রক্রিয়াধীন, এবিষয়ে অতি শীঘ্রই মামলার পুলিশ তদন্ত রিপোর্ট বিজ্ঞ আদালতে দাখিল করা হবে।

জনপ্রিয় সংবাদ

ডিমলায় গ্রাম আদালতের উঠান বৈঠক অনুষ্ঠিত

জলঢাকায় অবৈধ বিলাপ কয়েন প্রতারণার অভিযোগে প্রধান শিক্ষক সহ ৩ জনের নামে মামলা

প্রকাশিত ০৭:৪৩:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫

জলঢাকায় অবৈধ B-Love Network এর মাধ্যমে অন-লাইনে B-Love Coin ক্রয়-বিক্রয় করে ১৩ লাখ,৬ হাজার, ৮শত টাকা প্রতারণা করেন।

ভূক্তভোগী গত ২০-০৯-২৫ইং তারিখে টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে প্রধান শিক্ষক, একজন প্রভাষক এবং এই অবৈধ কয়েন ব্যবসা চক্রের মূল হোতাসহ ৩ জনের নাম উল্লেখ করে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত, ঠাকুরগাঁও একটি মামলা দায়ের করেন। যাহার মামলা নং- সি, আর-১৮৪/২৫।

আদালত মামলাটি আমলে নিয়ে এজাহার হিসেবে গণ্য করে প্রতিবেদন প্রেরণ করার জন্য অফিসার ইনচার্জ, ভূল্লী থানা, ঠাকুরগাঁও-কে নির্দেশ প্রদান করেন।

এজাহার সূত্রে জানা যায়, আসামীগণ হলেন- রংপুর পর্যটন পূর্বপাড়া মকছুদার রহমানের ছেলে কর্মস্থল নীলফামারীর জলঢাকা রাবেয়া চৌধুরী মহিলা ডিগ্রী কলেজের সিনিয়র প্রভাষক মাহবুব হোসেন, জলঢাকার শৌলমারী ইউনিয়নের ৪নং ওয়ার্ড দেওয়ানীপাড়া গ্ৰামের মৃত করিম বকস ছেলে, কর্মস্থল- শৌলমারী ইউনিয়নে গোপালঝাড় বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হামিদুল হক ও  কাঠালী ইউনিয়নের পূর্ব কাঠালী উত্তর পাড়া গ্ৰামের মৃত জবান উদ্দিন মেম্বারের ছেলে জাহেনুর ইসলাম হেলাল। ওই মামলার বাদী ঠাকুরগাঁও জেলার ভূল্লী থানার কিসামত শুখানপুকুরী (আদর্শ বাজার) গ্ৰামের আনোয়ার হোসেন এর ছেলে কুদ্দুস আলী।

মামলার বাদী এজাহারে উল্লেখ করেন, বাদী কুদ্দুস আলী আসামী জাহেনুর ইসলাম হেলাল এর ভাইয়ের সেনেটারী ব্যবসা প্রতিষ্ঠানের কর্মচারী। ৩নং আসামীর ব্যবসা প্রতিষ্ঠান ও বাদীর কর্মস্থল পাশাপাশি হওয়ার সুবাদে আসামীগণের সহিত বাদীর সু-সম্পর্ক ও বন্ধুত্ব গড়ে উঠে। বিভিন্ন সময়ে বাদীর সহিত প্রতারণার উদ্দেশ্যে

আসামীগণ পরস্পর যোগসাজস করে  ২০২৩ সালে ৩নং আসামীর ব্যবহৃত মোবাইলের আই,ডি হইতে বাদীর মোবাইলের আই, ডি’র মাধ্যমে ২১হাজার, ৬শত  BLV COIN ক্রয় করেন। পরবর্তীতে, গত  ২৪-১১-২৪ইং তারিখে বাদী কুদ্দুস আলীর ব্যবহৃত মোবাইল হতে ৩নং আসামীর ব্যবহৃত মোবাইল আই, ডি’তে সম পরিমান BLV COIN  ট্রান্সফার করে নেদ, যাহার মূল্য বাংলাদেশী মুদ্রায় ১৩ লাখ, ৬শত টাকা। বাদী কুদ্দুস আলী জানান, পেশায় আমি সেনেটারি মিস্ত্রী। আসামীদের প্রলোভনে আজ আমি সর্বশান্ত।

আসামীগণ আমার সাথে প্রতারণা করবে বুঝতে পারি নাই। উক্ত টাকা সংগ্ৰহ করতে জমি বিক্রি করেছি। ব্যাংক, এনজিও এবং অনেকের কাছ থেকে ধার-দেনা করতে হয়েছে। তারা আমাকে টাকার জন্য চাপ দিচ্ছে। আমি বর্তমানে দিশেহারা। আসামীগণ টাকা দেয়ার জন্য আশ্বাস দিলেও আজ দিব -কাল দিব বলে সময় ক্ষেপন করে আসছে। বাধ্য হয়ে আদালতে মামলা করেছি।

মামলা করার পর তারা আমার সাথে দুই দফায় আলোচনায় বসেছিল। টাকা পরিশোধের বিষয়ে কোন কথা নেই, উল্টো আমাকে মামলা তুলে নেয়ার জন্য হুমকি দিচ্ছে। হুমকি দেয়ার বিষয়টি আমি পরবর্তীতে আদালতকে অবগত করব। আশা করি আমি আদালতে ন্যায় বিচার পাব এবং বিজ্ঞ আদালত আসামীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনবেন এই প্রত্যাশা করছি।

জলঢাকা থানার তদন্ত কর্মকর্তা এএসআই শাহনেওয়াজ শামীম জানান, ভূল্লী থানা থেকে প্রেরিত আসামীদের নাম ঠিকানা যাচাই পূর্বক তদন্ত প্রতিবেদন গত ১৮-১১-২৫ই তারিখে পাঠিয়ে দেয়া হয়েছে।

ভূল্লী থানার তদন্ত কর্মকর্তা সাব-ইন্সপেক্টর আবু সাঈদ জানান, জলঢাকা থানার তদন্ত প্রতিবেদন পেয়েছি। এই মামলার বিষয়ে উর্ধতণ কর্তৃপক্ষে অবগত করা হয়েছে। কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

ঠাকুরগাঁও ভূল্লী থানার নবাগত অফিসার ইনচার্জ নুরে আলম সিদ্দেকী জানান, আইগত ব্যবস্থা প্রক্রিয়াধীন, এবিষয়ে অতি শীঘ্রই মামলার পুলিশ তদন্ত রিপোর্ট বিজ্ঞ আদালতে দাখিল করা হবে।