নীলফামারী জলঢাকায় সুপ্রীম সীডস কোম্পানি লিমিটেডের উৎপাদিত উচ্চ ফলনশীল হাইব্রিড ধান হীরা-৯ এর উৎপাদন ও গুণগত মান প্রদর্শনের লক্ষ্যে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২০ মে) বিকেলে উপজেলার কাঁঠালী ইউনিয়নের রংয়ের বাজার বাবুপাড়া এলাকায় কৃষক ধনঞ্জয় রায়ের জমিতে ধান কর্তনের মাধ্যমে দিবসটির সূচনা হয়। পরে বাবুপাড়ায় কৃষকদের মাঠ প্রাঙ্গনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শ্রী যোগেশ চন্দ্র রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কোম্পানির প্রধান কার্যালয় (ঢাকা) থেকে আগত সিনিয়র ম্যানেজার কৃষিবিদ হাফিজুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন মীরগঞ্জ বাজারের মেসার্স কল্যাণ সীড স্টোরের বীজ ব্যবসায়ী শ্রী প্রদীপ কুমার রায়। অনুষ্ঠান পরিচালনা করেন রংপুর রিজিওনাল ম্যানেজার এ.কে.এম. গোলাম কারিম। আলোচনায় অংশগ্রহণকারী কৃষকরা হীরা-৯ ধানের গঠন, রোগ প্রতিরোধ ক্ষমতা ও ফলনে সন্তোষ প্রকাশ করেন। শেষে বিশেষ লাকি কুপন ড্র-র আয়োজন করা হয় এবং বিজয়ীদের হাতে কোম্পানির পণ্য তুলে দেওয়া হয়।