০৯:১৯ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬

প্রতিবন্ধী শিক্ষার্থীর স্বপ্ন পূরণে ইউএনও’র বাইসাইকেল উপহার

প্রতিবন্ধী সজিব হোসেন (১২)। শিক্ষার আলোতে নিজেকে আলোকিত করতে থেমে নেই সে। বর্তমানে আলহাজ্ব মোবারক হোসেন অনির্বাণ উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী সজিব।

প্রতিদিন ৪/৫ কিলোমিটার অতিক্রম করে স্কুলে আসতে হয় তাকে। রিকশা ভাড়ার টাকা না থাকায় মাঝেমধ্যে স্কুলে আসতে পারতো না সজিব। সজিবের স্বপ্ন ছিলো পুরনো হলেও একটি বাইসাইকেলে করে স্কুলে আসার। তবে বাবা দিনমজুর হওয়ায় সামর্থ্য ছিলোনা তাদের। অবশেষে সজিবের সেই স্বপ্ন পূরণ করলেন নীলফামারীর জলঢাকা উপজেলা নির্বাহী অফিসার।

জানা যায়, শিক্ষার্থী সজিব হোসেনের স্কুলে না আসার কারণ জানতে চান স্কুলের প্রধান শিক্ষক রোকনুজ্জামান চৌধুরী। পরে রিকশা ভাড়ার টাকার অভাবে স্কুলে না আসার বিষয়টি জানতে পেরে প্রধান শিক্ষক উপজেলা নির্বাহী অফিসার জাহিদ ইমরুল মোজাক্কিনকে অবগত করেন।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে নিজস্ব অর্থায়নে উপজেলা নির্বাহী অফিসারের অফিসরুমে শিক্ষার্থী সজিব ও তার মায়ের হাতে একটি নতুন বাইসাইকেল উপহার দেন উপজেলা নির্বাহী অফিসার।

এ সময় উপজেলা মাধ্যমিক প্রধান শিক্ষক সমিতির সভাপতি আলহাজ্ব সাইদার রহমান উপস্থিত ছিলেন। উপজেলার পূর্ব বালাগ্রাম এলাকার আদর্শপাড়া গ্রামের মাজেদুল ইসলামের ছেলে সজিব হোসেন। প্রধান শিক্ষক রোকনুজ্জামান বলেন, একটি মেধাবী শিক্ষার্থী বাইসাইকেলের অভাবে পিছিয়ে থাকতে পারে না, তাই আমি ইউএনও স্যারকে বলে তাকে একটি বাইসাইকেল দেওয়ার চেষ্টা করেছি মাত্র।

জনপ্রিয় সংবাদ

সৈয়দপুরে জাপার এমপি প্রার্থীর নির্মাণাধীন ভবন থেকে কাঠ পড়ে মাথা ফাটলো শিশুর, আহত আরও ২ নারী

প্রতিবন্ধী শিক্ষার্থীর স্বপ্ন পূরণে ইউএনও’র বাইসাইকেল উপহার

প্রকাশিত ১২:০৯:৩১ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫

প্রতিবন্ধী সজিব হোসেন (১২)। শিক্ষার আলোতে নিজেকে আলোকিত করতে থেমে নেই সে। বর্তমানে আলহাজ্ব মোবারক হোসেন অনির্বাণ উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী সজিব।

প্রতিদিন ৪/৫ কিলোমিটার অতিক্রম করে স্কুলে আসতে হয় তাকে। রিকশা ভাড়ার টাকা না থাকায় মাঝেমধ্যে স্কুলে আসতে পারতো না সজিব। সজিবের স্বপ্ন ছিলো পুরনো হলেও একটি বাইসাইকেলে করে স্কুলে আসার। তবে বাবা দিনমজুর হওয়ায় সামর্থ্য ছিলোনা তাদের। অবশেষে সজিবের সেই স্বপ্ন পূরণ করলেন নীলফামারীর জলঢাকা উপজেলা নির্বাহী অফিসার।

জানা যায়, শিক্ষার্থী সজিব হোসেনের স্কুলে না আসার কারণ জানতে চান স্কুলের প্রধান শিক্ষক রোকনুজ্জামান চৌধুরী। পরে রিকশা ভাড়ার টাকার অভাবে স্কুলে না আসার বিষয়টি জানতে পেরে প্রধান শিক্ষক উপজেলা নির্বাহী অফিসার জাহিদ ইমরুল মোজাক্কিনকে অবগত করেন।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে নিজস্ব অর্থায়নে উপজেলা নির্বাহী অফিসারের অফিসরুমে শিক্ষার্থী সজিব ও তার মায়ের হাতে একটি নতুন বাইসাইকেল উপহার দেন উপজেলা নির্বাহী অফিসার।

এ সময় উপজেলা মাধ্যমিক প্রধান শিক্ষক সমিতির সভাপতি আলহাজ্ব সাইদার রহমান উপস্থিত ছিলেন। উপজেলার পূর্ব বালাগ্রাম এলাকার আদর্শপাড়া গ্রামের মাজেদুল ইসলামের ছেলে সজিব হোসেন। প্রধান শিক্ষক রোকনুজ্জামান বলেন, একটি মেধাবী শিক্ষার্থী বাইসাইকেলের অভাবে পিছিয়ে থাকতে পারে না, তাই আমি ইউএনও স্যারকে বলে তাকে একটি বাইসাইকেল দেওয়ার চেষ্টা করেছি মাত্র।