০৭:২৯ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫

জলঢাকায় সাব-রেজিষ্ট্রারের সীমাহীন দুর্নীতি, সিন্ডিকেটের বিচারের দাবিতে মানববন্ধন

নীলফামারীর জলঢাকায় সাব-রেজিষ্ট্রার লুৎফর রহমান মোল্লার সীমাহীন দুর্নীতি ও সিন্ডিকেটের বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ আগষ্ট) দুপুর ১২টার দিকে জলঢাকা জিরোপয়েন্ট মোড়ে সচেতন নাগরিক সমাজের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।

“দুর্নীতিবাজদের ঠাঁই নাই, বৈষম্যহীন বাংলাদেশ চাই”এ স্লোগান ধারণ করে ঘন্টাব্যাপী মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ অংশ নেন। হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা ছিল “ঘুষ বন্ধ করো”, “সাব-রেজিস্ট্রারের বিচার চাই”, “দুর্নীতির বিরুদ্ধে জনতার ঐক্য” ইত্যাদি। মানববন্ধনে সচেতন নাগরিক সমাজের আহ্বায়ক আনোয়ার হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সানাউল্লাহ সানা, ইয়াস রুক্সি, লাবলু ইসলাম, ছোট নাহিদ, আইনুল হক, ওমর ফারুক, লাদেন হোসেন, ছোট বাবু, আলমগীর ইসলাম প্রমুখ।

বক্তারা অভিযোগ করে বলেন, সাব-রেজিস্ট্রার লুৎফর রহমান মোল্লা প্রতিটি দলিল করতে ১০ হাজার থেকে শুরু করে ২ লাখ টাকা পর্যন্ত ঘুষ নেন। যথাযথ কাগজপত্র থাকা সত্তে¡ও ঘুষ ছাড়া কোনো দলিল সম্পাদন করা যায় না। ফলে সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছে। সভাপতির বক্তব্যে আহ্বায়ক আনোয়ার হোসেন বলেন, “এই সাব-রেজিস্ট্রার ঘুষ খেতে খেতে ঢাকায় সম্পদের পাহাড় গড়ে তুলেছে। তার সম্পদের উৎস ও হিসাব খতিয়ে দেখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করছি।”

বক্তারা আরও বলেন, একটি প্রভাবশালী সিন্ডিকেটকে মদদ দিয়ে তিনি দীর্ঘদিন ধরে দালালচক্রের মাধ্যমে অবৈধ অর্থ উপার্জন করে আসছেন। এতে সাধারণ মানুষ ন্যায্য সেবা থেকে বঞ্চিত হচ্ছে। মানববন্ধনে অংশগ্রহণকারীরা দুর্নীতিবাজ সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে দ্রæত তদন্ত ও কঠোর ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, জেলা প্রশাসন ও দুর্নীতি দমন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেন।

জনপ্রিয় সংবাদ

নীলফামারীতে ট্রেনের ধাক্কায় দশম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

জলঢাকায় সাব-রেজিষ্ট্রারের সীমাহীন দুর্নীতি, সিন্ডিকেটের বিচারের দাবিতে মানববন্ধন

প্রকাশিত ০৮:৪৮:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫

নীলফামারীর জলঢাকায় সাব-রেজিষ্ট্রার লুৎফর রহমান মোল্লার সীমাহীন দুর্নীতি ও সিন্ডিকেটের বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ আগষ্ট) দুপুর ১২টার দিকে জলঢাকা জিরোপয়েন্ট মোড়ে সচেতন নাগরিক সমাজের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।

“দুর্নীতিবাজদের ঠাঁই নাই, বৈষম্যহীন বাংলাদেশ চাই”এ স্লোগান ধারণ করে ঘন্টাব্যাপী মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ অংশ নেন। হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা ছিল “ঘুষ বন্ধ করো”, “সাব-রেজিস্ট্রারের বিচার চাই”, “দুর্নীতির বিরুদ্ধে জনতার ঐক্য” ইত্যাদি। মানববন্ধনে সচেতন নাগরিক সমাজের আহ্বায়ক আনোয়ার হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সানাউল্লাহ সানা, ইয়াস রুক্সি, লাবলু ইসলাম, ছোট নাহিদ, আইনুল হক, ওমর ফারুক, লাদেন হোসেন, ছোট বাবু, আলমগীর ইসলাম প্রমুখ।

বক্তারা অভিযোগ করে বলেন, সাব-রেজিস্ট্রার লুৎফর রহমান মোল্লা প্রতিটি দলিল করতে ১০ হাজার থেকে শুরু করে ২ লাখ টাকা পর্যন্ত ঘুষ নেন। যথাযথ কাগজপত্র থাকা সত্তে¡ও ঘুষ ছাড়া কোনো দলিল সম্পাদন করা যায় না। ফলে সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছে। সভাপতির বক্তব্যে আহ্বায়ক আনোয়ার হোসেন বলেন, “এই সাব-রেজিস্ট্রার ঘুষ খেতে খেতে ঢাকায় সম্পদের পাহাড় গড়ে তুলেছে। তার সম্পদের উৎস ও হিসাব খতিয়ে দেখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করছি।”

বক্তারা আরও বলেন, একটি প্রভাবশালী সিন্ডিকেটকে মদদ দিয়ে তিনি দীর্ঘদিন ধরে দালালচক্রের মাধ্যমে অবৈধ অর্থ উপার্জন করে আসছেন। এতে সাধারণ মানুষ ন্যায্য সেবা থেকে বঞ্চিত হচ্ছে। মানববন্ধনে অংশগ্রহণকারীরা দুর্নীতিবাজ সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে দ্রæত তদন্ত ও কঠোর ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, জেলা প্রশাসন ও দুর্নীতি দমন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেন।