০৪:৩৮ অপরাহ্ন, রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫

জলঢাকায় তরুণ প্রজন্ম রক্ষায় লটারিবিরোধী মানববন্ধন

জলঢাকায় অবৈধ লটারি জুয়ার টিকিট বিক্রির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১৬ আগস্ট সকাল ১১টায় শহরের শহীদ আবু সাঈদ চত্বর (ট্রাফিক মোড়) এলাকায় এ মানববন্ধনের আয়োজন করে জলঢাকা উপজেলার সচেতন নাগরিক সমাজ।

মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে জলঢাকায় প্রকাশ্যে লটারির টিকিট বিক্রি হচ্ছে। এই অবৈধ ব্যবসার ফলে এলাকার তরুণ প্রজন্ম আসক্ত হয়ে পড়ছে এবং নষ্ট হচ্ছে সামাজিক পরিবেশ। অথচ প্রশাসনের চোখের সামনে দিনের পর দিন এই জুয়ার আসর চলছে।

তারা আরও অভিযোগ করেন, লটারির নামে চলছে প্রকাশ্য অর্থলুণ্ঠন। গরিব ও মধ্যবিত্ত মানুষের কাছ থেকে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়া হচ্ছে।

এ সময় সচেতন নাগরিকদের মধ্যে বক্তব্য রাখেন এডভোকেট শাহিন, ইউনুস আলী, ডাক্তার আনোয়ার, রক্সি, মিজান, মাহবুবসহ আরও অনেকে। তারা সবাই অবিলম্বে জলঢাকায় সব ধরনের লটারি টিকিট বিক্রি বন্ধ এবং এ অবৈধ কর্মকান্ডার সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

জনপ্রিয় সংবাদ

নীলফামারীতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির নির্বাচন-২০২৫ অনুষ্ঠিত

জলঢাকায় তরুণ প্রজন্ম রক্ষায় লটারিবিরোধী মানববন্ধন

প্রকাশিত ০৪:০৯:২৯ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫

জলঢাকায় অবৈধ লটারি জুয়ার টিকিট বিক্রির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১৬ আগস্ট সকাল ১১টায় শহরের শহীদ আবু সাঈদ চত্বর (ট্রাফিক মোড়) এলাকায় এ মানববন্ধনের আয়োজন করে জলঢাকা উপজেলার সচেতন নাগরিক সমাজ।

মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে জলঢাকায় প্রকাশ্যে লটারির টিকিট বিক্রি হচ্ছে। এই অবৈধ ব্যবসার ফলে এলাকার তরুণ প্রজন্ম আসক্ত হয়ে পড়ছে এবং নষ্ট হচ্ছে সামাজিক পরিবেশ। অথচ প্রশাসনের চোখের সামনে দিনের পর দিন এই জুয়ার আসর চলছে।

তারা আরও অভিযোগ করেন, লটারির নামে চলছে প্রকাশ্য অর্থলুণ্ঠন। গরিব ও মধ্যবিত্ত মানুষের কাছ থেকে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়া হচ্ছে।

এ সময় সচেতন নাগরিকদের মধ্যে বক্তব্য রাখেন এডভোকেট শাহিন, ইউনুস আলী, ডাক্তার আনোয়ার, রক্সি, মিজান, মাহবুবসহ আরও অনেকে। তারা সবাই অবিলম্বে জলঢাকায় সব ধরনের লটারি টিকিট বিক্রি বন্ধ এবং এ অবৈধ কর্মকান্ডার সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোর দাবি জানান।