০৫:২০ পূর্বাহ্ন, রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫

জলঢাকায় শিক্ষার্থীদের মাঝে ৭ হাজার গাছের চারা বিতরণ

পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় শিক্ষার্থীদের মাঝে বৃক্ষরোপণের গুরুত্ব বাড়াতে নীলফামারীর জলঢাকা উপজেলায় চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

২০২৪-২৫ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সোমবার (৩০ জুন) দুপুরে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষার্থীদের মাঝে ফলজ, বনজ ও ওষধি গাছের প্রায় ৭ হাজার চারা বিতরণ করা হয়।

উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে চারা তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জায়িদ ইমরুল মোজাক্কিন। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুমন আহমেদ, কৃষি স¤প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ আসাদুজ্জামান এবং কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নাহিদা শারমিন প্রমুখ।

অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা সুমন আহমেদ বলেন, “জলবায়ু পরিবর্তনের কারণে দেশের পরিবেশে যে নেতিবাচক প্রভাব পড়ছে, তা মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। কৃষি মন্ত্রণালয়ের সহায়তায় তাল, নারিকেল, আম, জাম, কাঁঠাল, নিমসহ বিভিন্ন প্রজাতির প্রায় ৭ হাজার গাছের চারা বিতরণ করা হয়েছে।” উল্লেখ্য, ভবিষ্যৎ প্রজন্মকে সবুজ ও টেকসই পরিবেশ উপহার দিতে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষরোপণ সংস্কৃতি গড়ে তোলার লক্ষেই এই উদ্যোগ গ্রহণ করেছে উপজেলা কৃষি অধিদপ্তর।

জনপ্রিয় সংবাদ

নীলফামারীতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির নির্বাচন-২০২৫ অনুষ্ঠিত

জলঢাকায় শিক্ষার্থীদের মাঝে ৭ হাজার গাছের চারা বিতরণ

প্রকাশিত ০৮:৩২:৫২ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫

পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় শিক্ষার্থীদের মাঝে বৃক্ষরোপণের গুরুত্ব বাড়াতে নীলফামারীর জলঢাকা উপজেলায় চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

২০২৪-২৫ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সোমবার (৩০ জুন) দুপুরে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষার্থীদের মাঝে ফলজ, বনজ ও ওষধি গাছের প্রায় ৭ হাজার চারা বিতরণ করা হয়।

উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে চারা তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জায়িদ ইমরুল মোজাক্কিন। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুমন আহমেদ, কৃষি স¤প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ আসাদুজ্জামান এবং কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নাহিদা শারমিন প্রমুখ।

অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা সুমন আহমেদ বলেন, “জলবায়ু পরিবর্তনের কারণে দেশের পরিবেশে যে নেতিবাচক প্রভাব পড়ছে, তা মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। কৃষি মন্ত্রণালয়ের সহায়তায় তাল, নারিকেল, আম, জাম, কাঁঠাল, নিমসহ বিভিন্ন প্রজাতির প্রায় ৭ হাজার গাছের চারা বিতরণ করা হয়েছে।” উল্লেখ্য, ভবিষ্যৎ প্রজন্মকে সবুজ ও টেকসই পরিবেশ উপহার দিতে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষরোপণ সংস্কৃতি গড়ে তোলার লক্ষেই এই উদ্যোগ গ্রহণ করেছে উপজেলা কৃষি অধিদপ্তর।