আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নীলফামারী-১ আসনের বিএনপির সম্ভাব্য প্রার্থী, সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে ডোমার পৌরসভা বিএনপির আয়োজনে সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের সমন্বয়ে ১নং ওয়ার্ডের চান্দিনা পাড়া ও কলেজপাড়া এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। নেতাকর্মীরা ঘরে ঘরে গিয়ে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করেন এবং তুহিনের ছবি সংবলিত লিফলেট বিতরণ করেন। এ সময় এলাকাবাসীর মধ্যে ব্যাপক সাড়া পড়ে।
লিফলেট বিতরণে অংশ নেন ডোমার পৌরসভা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মনছুর আলী, সাবেক সাধারণ সম্পাদক জুলফিকার আলী ভূট্টো, সাবেক সাংগঠনিক সম্পাদক আজাবুল ইসলাম, সাবেক সভাপতি রুহুল আমিন, রেয়াছত আলী, আফজাল হোসেন, কৃষক দলের সাবেক সভাপতি রেজাউল ইসলাম, তাতী দলের সহ-সভাপতি যুবরাজ, যুবনেতা মাসুদ বিন আমিন রতন, শ্রমিক দলের সদস্য সচিব রাজু আমিন, মৎস্যজীবি দলের আহ্বায়ক সাইদুল ইসলাম বুন্নু, সদস্য সচিব শাহিনুর ইসলাম, সাবেক ছাত্র নেতা জিয়াউর রহমান জিয়া এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের আরও অনেকে।
নেতৃবৃন্দ জানান, শাহরিন ইসলাম তুহিনের বিজয় নিশ্চিত করতে নির্বাচনের আগ পর্যন্ত এ ধরনের গণসংযোগ ও প্রচারণা কার্যক্রম অব্যাহত থাকবে।























