চিরিরবন্দরে উপজেলা প্রশাসন আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে।
গতকাল ৫ সেপ্টেম্বর শুক্রবার সকাল ১০ টায় সূখীপীর উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে উপজেলা প্রশাসন আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ফাতেহা তুজ জোহরা।
এসময় উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ রায়হান আলী, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য ও আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুলের পরিচালক আলহাজ¦ অধ্যক্ষ মোঃ মমিনুল ইসলাম, সাতনালা ইউপি চেয়ারম্যান এনামুল হক শাহ, উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক মোরশেদ উল আলম, সূখীপীর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সোহরাব আলী, জেলা ফুটবল রেফারীজ কমিটির সদস্য নুরুজ্জামান বেলালসহ উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য মোস্তাফিজুর রহমান বাবু, হুমায়ুন কবির রিপন প্রমূখ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী খেলায় সাতনালা ইউনিয়ন পরিষদ ৩-০ গোলে অমরপুর ইউনিয়ন পরিষদকে পরাজিত করেছে। খেলাটি পরিচালনা করেন হারুনুর রশীদ, সহকারি রেফারী হিসেবে ফয়জার রহমান ও সাদ্দাম হোসেন এবং ৪র্থ রেফারী হিসেবে জাকির হোসেন দায়িত্ব পালন করেন। টুর্ণামেন্ট আয়োজনে সার্বিক সহযোগিতা করেন আসাদুল হক, খাইরুল ইসলাম, রুহুল হক, ফরহাদ হোসেন, তাহমিদ বারী মিঠু, ফারহান তানভীর মহসিন আলী প্রমূখ।
























