দিনাজপুরের চিরিরবন্দরে ৩৬ জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী ও জাতীয় মুক্তি দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ও আয়োজনে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ৫ জুলাই মঙ্গলবার সকাল ১১টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর রংপুর বিভাগীয় টিম সদস্য, সাবেক জেলা আমীর, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিনাজপুর-৪ আসনের জামায়াতের মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব আফতাব উদ্দিন মোল্লার নেতৃত্বে উপজেলার দারুল ফালাহ ফাজিল মাদরাসা চত্বর থেকে এ গণমিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলার ঘুঘুরাতলী মোড়ে গিয়ে শেষ হয় এবং সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে উপজেলা জামায়াতের আমীর প্রভাষক মো. রাশেদুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আলহাজ্ব আফতাব উদ্দিন মোল্লা, বিশেষ অতিথি হিসেবে ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও জেলা সহ-সেক্রেটারী মো. রাজিবুর রহমান পলাশ, জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য ও সাবেক দিনাজপুর জেলা ছাত্র শিবিরের সভাপতি মো. আনোয়ার হোসাইন, ঢাকা মহানগরী (উত্তর) ইঞ্জিনিয়ার্স ফোরামের সেক্রেটারী ইঞ্জিনিয়ার তারিকুল ইসলাম এবং অন্যান্যের মধ্যে চিরিরবন্দর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. আফছার আলী, উপজেলা যুব বিভাগের সভাপতি মুখতার হোসেন, উপজেলা ওলামা বিভাগের সভাপতি মৌলানা মো. মহসিন আলী, জামায়াতের সেক্রেটারী মো. আব্দুল মমিন, ছাত্র শিবির নেতা রাকিবুল ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহ-সেক্রেটারী মো. রায়হানুল ইসলাম।
























