বেসরকারি উন্নয়ন সংস্থা শার্পর সমৃদ্ধি  কর্মসূচির আওতায় সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নে গত ২৯/০৫/২৩ইং তারিখে একটি সাধারন স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পের উদ্বোধন করেন উক্ত ইউনিয়নের চেয়ারম্যান জনাব মনিরুজ্জামান জুন। এ সময় উপস্থিত ছিলেন  ইউনিয়ন সমন্বয়কারী আব্দুস সালাম, ইউনিয়ন পরিষদের সচিব,  সদস্যবৃন্দ,  সংস্থার স্বাস্থ্য কর্মকর্তা, সমাজ উন্নয়ন কর্মকর্তা, শিক্ষিকাবৃন্দ সহ স্থানীয় ব্যক্তিবর্গ। 

সমৃদ্ধি কর্মসূচির মেডিসিন বিশেষজ্ঞ  এবং চক্ষু বিশেষজ্ঞগন  দিনব্যাপী বোতলাগাড়ী ইউনিয়ন পরিষদে ১০৬ জন রোগীর সেবা প্রদান করেন। সংস্থাটি সমৃদ্ধি কর্মসূচির আওতায় বোতলাগাড়ী ইউনিয়নে প্রতি বছর প্রায় ১০০০০ রোগীর বিভিন্নভাবে সেবা প্রদান করে থাকে।