জন্ম হবে সার্থক

Byadmin

নভেম্বর ২১, ২০২৩

মোঃ আবু তাহের সিদ্দিকী

জন্ম তোমার সার্থক হবে
এই অবনীর মাঝে,
ভালো কর্ম করো যদি
সকাল দুপুর সাঁঝে।

দেশের সেবা করবে প্রাণে
ছুটবে সারা দেশে,
দেশের তরে অকাতরে
জীবন দিবে হেসে।

পরের দুখে থাকলে পাশে
লোকে খুশি হবে,
কর্মগুনে তোমার নামটি
হৃদয় মাঝে রবে।

হায়াত শেষে ধরার মাঝে
একদিন হবে মরণ,
সবার হৃদে পেলে আসন
করবে তোমায় স্মরণ।

ভালো মন্দের পথের দিশা
পাক কালামে আছে,
বিবেক দিয়ে চিন্তা করো
স্বর্গ নিজের কাছে।