একযোগে বিএপিতে যোগদান করলেন সদর উপজেলার ই্টাখোলা ইউপি চেয়ারম্যান হেদায়েত আলী শাহ্ ফকির সহ পরিষদের অন্যান্য সদস্যরা।
মঙ্গলবার (২০ জানুয়ারী) দুপুরে পৌর সুপার মার্কেট জেলা বিএনপি কার্যালয়ে তাদের হাতে ফুল দিয়ে বরণ করে নেন নীলফামারী সদর-২ আসনের ধানের শীষ মনোনীত ত্রয়োদশ জাতীয় সংসদ সদস্য পদ প্রার্থী প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন।
যোগদানকৃত সদস্যরা হলেন- মশিউর রহমান, বিজয় চন্দ্র, আহাদ আলী, মেহাম্মদ মজনু, মজিবুল হক, নারী সদস্য মনি বেগম, আঞ্জুয়ারা বেগম ও মমতা বেগম। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক মীর সেলিম ফারুক, সদস্য সচিব এ.এইচ.এম সাইফুল্লাহ রুবেল, যুগ্ন সম্পাদক সোহায়েল পারভেজ, যুগ্ন সম্পাদক মোস্তফা হক প্রধান বাচ্চু সহ বিএনপির অঙ্গ সংগঠনের নের্তৃবৃন্দগন। বিএনপিতে নব্য যোগদানকৃত ইটাখোলা চেয়ারম্যান শুভেচ্ছা বক্তব্যে বলেন কোন চাপে পড়ে আমি এই দলে যোগদান করিনি।
একসময় আমি আওয়ামী লীগ করেছি। ২০২২ সালে সেই দল থেকে আমাকে বহিষ্কার করা হয়েছে। বর্তমানে আমি বিএনপির আদর্শ এবং জেলার উন্নয়নে ধানের শীষের প্রতিকে কাজ করতে এ দলে যোগ দিয়েছি। নীলফামারীর উন্নয়নের ধানের শীষের পাশে থেকে আজ থেকে কাজ করব।

























