০৭:১৭ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬

নীলফামারীতে স্বাভাবিক প্রসবে দিনমজুরের স্ত্রী তিন মেয়ে সন্তানের জন্ম দিলেন

নীলফামারী সদরের কুন্দুপুকুর ইউনিয়নের বেগপাড়া গ্রামের বাসিন্দা দিনমজুর শুভ ইসলাম। তার স্ত্রী তৌহিদা আক্তার প্রথম সন্তান প্রসবে এক সাথে তিন মেয়ে সন্তান জন্ম দিয়েছেন। সিজারিয়ান ছাড়াই জেলা শহরের স্থানীয় মৌন জেনারেল হাসপাতালের চিকিৎসক ও স্টাফরা ওই প্রসূতিকে স্বাভাবিক প্রসবে সহায়তা করেছেন।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার (৮ জানুয়ারী) রাত সাড়ে ৯টার দিকে সফলভাবে স্বাভাবিক এই ডেলিভারি সম্পন্ন হয়। এতে নবজাতক তিন জন ও প্রসূতি মা সুস্থ রয়েছেন। একসঙ্গে তিন সন্তানের জন্ম হওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষ ওই হাসপাতালে চিকিৎসা সেবা নিতে আসা সবার মধ্যে মিষ্টি বিতরণ করেছেন।

শুক্রবার (৯ জানুয়ারী) ঘটনাটি ছড়িয়ে পড়লে আলোড়ন সৃস্টি করে। ওই হাসপাতালের গাইনী বিশেষজ্ঞ ডাঃ নিশাত তাবাসসুম-এর দক্ষ তত্ত্বাবধান ও সিনিয়র স্টাফ নার্স তাহরিমা আক্তার জিমি, খুসুবু (জুঁই), শোভা এবং ওটি স্টাফ জোসনা রানীর অভিজ্ঞতায় কোনো ধরনের সিজার ছাড়াই স্বাভাবিকভাবে সন্তানদের জন্ম দেন এই প্রসুতি।

মৌন জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, এটি আমাদের হাসপাতালের জন্য একটি গুরুত্বপূর্ণ সাফল্য। গরিব ও নিম্নআয়ের মানুষের জন্য স্বল্প ব্যয়ে মানসম্পন্ন চিকিৎসা সেবা দিয়ে আসছে প্রতিষ্ঠানটি। পাশাপাশি ওই তিন শিশু ও প্রসূতি মায়ের চিকিৎসা সেবা আজীবন ফ্রি ঘোষণা করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

কথা হলে দিনমজুর শুভ ইসলাম জানান, অনেকে সিজার করার জন্য চাপ দিচ্ছিল। কিন্তু ওই হাসপাতালের ডাক্তার ম্যাডাম সহ অন্যান্যরা আমাকে জানায় মহান সৃস্টিকর্তা সহায় থাকলে স্বাভাবিক প্রসব হবে। এজন্য তারা সব সময় সহযোগীতা করে।

শুভ বলেন, আমি গরীব মানুষ সিজার করতে ২০/৩০ হাজার কই পাবো। তাই ডাক্তার ম্যাডামের কথায় ভরসা পেয়ে সিজার ছাড়াই আমার স্ত্রী স্বাভাবিক তিন মেয়ে সন্তানের জন্ম দিলেন। শুভ ইসলাম সকলের কাছে তার নবজাতক তিন মেয়ে ও স্ত্রীর জন্য দোয়া চেয়েছেন।

ডাঃ নিশাত তাবাসসুম জানান, ওই প্রসূতি শুরু থেকে আমার চিকিৎসা ও পরামর্শ নিয়েই আসছিল। যখন জানা গেল তিন সন্তান গর্ভে তখন প্রসূতি ভয় পেয়ে যায়। প্রসূতিকে সাহস দেই ও পরামর্শ মতো চলতে বলি।

ডাঃ তাবাসসুম আরও বলেন, আমি প্রসূতির চেকআপর সব স্বাভাবিক পেয়ে সিজারের বিষয়টি বাদ রাখি। সর্বশেষ প্রসূতি নরমাল ডেলিভারি করে তিন কন্যা সন্তানের জন্ম দিলেন এবং তারা সকলে সুস্থ রয়েছেন।

উল্লেখ যে, গেল বছরের(২০২৫) এর ২৬ জুন দিবাগত রাতে নীলফামারী এভারকেয়ার হাসপাতালে সফলভাবে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে জেলার কিশোরগঞ্জ উপজেলার পুটিমারী ইউনিয়নের বাসিন্দা দম্পত্তি রেবেকা সুলতানা ও স্বপন ইসলামের ঘরে জন্ম নেয় এক কন্যা এবং দুই পুত্র সন্তান।

জনপ্রিয় সংবাদ

সৈয়দপুরে জাপার এমপি প্রার্থীর নির্মাণাধীন ভবন থেকে কাঠ পড়ে মাথা ফাটলো শিশুর, আহত আরও ২ নারী

নীলফামারীতে স্বাভাবিক প্রসবে দিনমজুরের স্ত্রী তিন মেয়ে সন্তানের জন্ম দিলেন

প্রকাশিত ১১:১১:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬

নীলফামারী সদরের কুন্দুপুকুর ইউনিয়নের বেগপাড়া গ্রামের বাসিন্দা দিনমজুর শুভ ইসলাম। তার স্ত্রী তৌহিদা আক্তার প্রথম সন্তান প্রসবে এক সাথে তিন মেয়ে সন্তান জন্ম দিয়েছেন। সিজারিয়ান ছাড়াই জেলা শহরের স্থানীয় মৌন জেনারেল হাসপাতালের চিকিৎসক ও স্টাফরা ওই প্রসূতিকে স্বাভাবিক প্রসবে সহায়তা করেছেন।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার (৮ জানুয়ারী) রাত সাড়ে ৯টার দিকে সফলভাবে স্বাভাবিক এই ডেলিভারি সম্পন্ন হয়। এতে নবজাতক তিন জন ও প্রসূতি মা সুস্থ রয়েছেন। একসঙ্গে তিন সন্তানের জন্ম হওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষ ওই হাসপাতালে চিকিৎসা সেবা নিতে আসা সবার মধ্যে মিষ্টি বিতরণ করেছেন।

শুক্রবার (৯ জানুয়ারী) ঘটনাটি ছড়িয়ে পড়লে আলোড়ন সৃস্টি করে। ওই হাসপাতালের গাইনী বিশেষজ্ঞ ডাঃ নিশাত তাবাসসুম-এর দক্ষ তত্ত্বাবধান ও সিনিয়র স্টাফ নার্স তাহরিমা আক্তার জিমি, খুসুবু (জুঁই), শোভা এবং ওটি স্টাফ জোসনা রানীর অভিজ্ঞতায় কোনো ধরনের সিজার ছাড়াই স্বাভাবিকভাবে সন্তানদের জন্ম দেন এই প্রসুতি।

মৌন জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, এটি আমাদের হাসপাতালের জন্য একটি গুরুত্বপূর্ণ সাফল্য। গরিব ও নিম্নআয়ের মানুষের জন্য স্বল্প ব্যয়ে মানসম্পন্ন চিকিৎসা সেবা দিয়ে আসছে প্রতিষ্ঠানটি। পাশাপাশি ওই তিন শিশু ও প্রসূতি মায়ের চিকিৎসা সেবা আজীবন ফ্রি ঘোষণা করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

কথা হলে দিনমজুর শুভ ইসলাম জানান, অনেকে সিজার করার জন্য চাপ দিচ্ছিল। কিন্তু ওই হাসপাতালের ডাক্তার ম্যাডাম সহ অন্যান্যরা আমাকে জানায় মহান সৃস্টিকর্তা সহায় থাকলে স্বাভাবিক প্রসব হবে। এজন্য তারা সব সময় সহযোগীতা করে।

শুভ বলেন, আমি গরীব মানুষ সিজার করতে ২০/৩০ হাজার কই পাবো। তাই ডাক্তার ম্যাডামের কথায় ভরসা পেয়ে সিজার ছাড়াই আমার স্ত্রী স্বাভাবিক তিন মেয়ে সন্তানের জন্ম দিলেন। শুভ ইসলাম সকলের কাছে তার নবজাতক তিন মেয়ে ও স্ত্রীর জন্য দোয়া চেয়েছেন।

ডাঃ নিশাত তাবাসসুম জানান, ওই প্রসূতি শুরু থেকে আমার চিকিৎসা ও পরামর্শ নিয়েই আসছিল। যখন জানা গেল তিন সন্তান গর্ভে তখন প্রসূতি ভয় পেয়ে যায়। প্রসূতিকে সাহস দেই ও পরামর্শ মতো চলতে বলি।

ডাঃ তাবাসসুম আরও বলেন, আমি প্রসূতির চেকআপর সব স্বাভাবিক পেয়ে সিজারের বিষয়টি বাদ রাখি। সর্বশেষ প্রসূতি নরমাল ডেলিভারি করে তিন কন্যা সন্তানের জন্ম দিলেন এবং তারা সকলে সুস্থ রয়েছেন।

উল্লেখ যে, গেল বছরের(২০২৫) এর ২৬ জুন দিবাগত রাতে নীলফামারী এভারকেয়ার হাসপাতালে সফলভাবে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে জেলার কিশোরগঞ্জ উপজেলার পুটিমারী ইউনিয়নের বাসিন্দা দম্পত্তি রেবেকা সুলতানা ও স্বপন ইসলামের ঘরে জন্ম নেয় এক কন্যা এবং দুই পুত্র সন্তান।