নীলফামারী জেলার ডিমলা উপজেলায় বালাপাড়া ইউনিয়নের রুপাহারা গ্রামে গ্রাম আদালত বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত হেয়েছে।
বৈঠকে ডিমলার উপজেলা সমন্বয়কারী আফজালুল বাসার বলেন, UNDP ও European Union এর সহায়তায় বাংলাদেশ সরকার প্রান্তিক পর্যায়ে মানুষের বিচার প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে গ্রাম আদালত প্রতিষ্ঠা করেছে।
যেখানে ৩ লক্ষ টাকা মূল্যমানের দেওয়ানী ও ফৌজদারি উভয় ধরনের মামলা নিষ্পত্তি করা হয়। আর এজন্য ফি দিতে হয় মাত্র ২০ টাকা ও ১০ টাকা। যার ফলে মানুষের অর্থ ও সময় উভয়ই সাশ্রয় হয়। ২০২৫ সালে এ পর্যন্ত উচ্চ আদালত থেকে প্রেরিতসহ মোট চল্লিশটি মামলা নিষ্পত্তি করেছে বালাপাড়া ইউনিয়নের গ্রাম আদালত।
এ সময় উপস্থিত ছিলেন বেসরকারি উন্নয়ন সংস্থা ESDO এর ফিল্ড অফিসার সবুজ মিয়া ও জ জ্যোতিষ চন্দ্র রায়। উল্লেখ্য, গ্রাম আদালত ৩য় পর্যায় প্রকল্পটি মাঠ পর্যায়ে বাস্তবায়ন করছে বেসরকারী উন্নয়ন সংস্থা -ESDO.


























