নীলফামারীতে সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের পাঠ্যপুস্তক সংরক্ষনের জন্য নবনির্মিত ভবনের শুভ উদ্ধোধন অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে আইসিটি ভবনের উপরে নবনির্মিত সম্প্রসারণ ভবনের শুভ উদ্ধোধন শেষে ও দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নবনির্মিত এ ভবনের নাম ফলক উন্মোচন আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মো: হাফিজুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম। এ ভবন নির্মানের পরিকল্পনা ও বাস্তবায়ন করেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ.টি.এম নুরুল আমিন শাহ্।
এছাড়াও উপস্থিত ছিলেন নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নলিনি কান্ত রায়, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) আনোয়ারুজ্জামান ফিরোজ, সদর উপজেলার স্কুল,মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এর আগে নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলায় কর্মরত থাকাকালীন সেখানেও একটি বই সংরক্ষনের ব্যবস্থা করেছিলেন।
সেই চিন্তা চেতনাকে তিনি কাজে লাগিয়ে সদর উপজেলাতেও বই সংরক্ষনের জন্য ভবন নির্মান করেছেন বলে জানান। তিনি আরো বলেন সদর উপজেলার বরাদ্দকৃত বই নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয়ের পরিত্যাক্ত ভবনে রাখা হত এবং সেখান বিতরণ করা হয়। ভবনটি পরিত্যক্ত হওয়ায় আবহাওয়ার কারনে সেখানে প্রতিবছর মূল্যবান কিছু বই নষ্ট হয়ে যেত।
প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্তকর্তার এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তিনি আরও বলেন বছরের শুরুতে নতুন এ গোডাউন থেকে প্রতিটি প্রতিষ্ঠানে নতুন বই সরবারহ করা হবে।

















