সারাদেশের ন্যায় নীলফামারীতে পাটের গুনগত মান রক্ষা ও নাবী পাটবীজ উৎপাদন উপলক্ষে কৃষকদের মাঝে প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে। এতে সদর উপজেলার ১৫টি ইউনিয়নের ৭৫ জন কৃষক প্রশিক্ষনে অংশ গ্রহন করেন।
মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে প্রশিক্ষনটি অনুষ্ঠিত হয়। এতে উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তার কার্যালয় প্রশিক্ষনের আয়োজন করেন।
জেলা পাট উন্নয়ন কর্মকর্তা এটিএম তৈবুর রহমানের সভাপতিত্বে এসময় ভারচুয়ালি প্রধান অতিথির বক্তব্য রাখেন, বস্ত্র ও পাট মন্ত্রনালয়ের যুগ্ন সচিব ও প্রশিক্ষন মনিটারিং কর্মকর্তা ড. মো. মনজুরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (শষ্য) জাকির হোসেন, বিএডিসির সিনিয়র সহকারী পরিচালক মো. হারুন, সদর উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা বকুল ইসলাম ও কৃষক আশরাফ আলী প্রমুখ।
প্রশিক্ষনে প্রশিক্ষকরা বলেন, নিজস্ব জমিতে নাবী পাটবীজ উৎপাদন, সংরক্ষন ও কর্তণ করা যায় তা দীর্ঘ আলোচনায় বক্তরা তুলে ধরেন। এছাড়াও প্লাস্টিক পণ্য বর্জণ করে পাট পণ্য ব্যবহারে ওপর গুরুত্ব দেন।




















