এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের উপর পুলিশের হামলা ও গ্রেফতারের প্রতিবাদ এবং তিন দফা দাবী বাস্তবায়নের দাবীতে কর্মবিরতি পালন করেছে নীলফামারী শিক্ষক-কমচারী। জাতীয় করণ প্রত্যাশি জোটের ডাকে সোমবার (১৩ অক্টোবর) সকাল থেকে নীলফামারীতে এ কর্মবিরতি পালিত হয়।
তথ্য অনুযায়ী জাতীয় করন প্রত্যাশি জোটের পূর্ব ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে ১২ অক্টোবর ২০ ভাগ বাড়ী ভাড়া, ১৫০০৳ চিকিৎসা ভাতা ও কর্মচারীদের ৭৫ ভাগ বাড়ি ভাড়ার প্রজ্ঞাপন জারি না হওয়ায় সারাদেশ থেকে শিক্ষক কর্মচারীরা প্রেস ক্লাবে সমবেত হয়।
কর্মসূচি চলাকালে জাতীয়করণ প্রত্যাশি জোটের প্রতিনিধিদল মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে আলোচনা করে প্রজ্ঞাপনের বিষয়ে কোন সুস্পষ্ট বক্তব্য না পাওয়ায় প্রজ্ঞাপন না হওয়ায় পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। এর পর পুলিশ প্রশাসন সেখানে থেকে শিক্ষকদের সরে যাওয়ার আহ্বান জানান। পরে শিক্ষক কর্মচারীরা কেন্দ্রীয় শহীদ মিনারে তিন দফা দাবিতে সমবেত হয় এবং ন্যক্কারজনক ঘটনায় শিক্ষক সমাজে নিন্দার ঝড় ওঠে।
এরই প্রেক্ষিতে অবস্থান কর্মসূচীর পাশাপাশি সারাদেশের এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে পূর্ণ দিবস কর্মবিরতির ডাকে নীলফামারীতে সকাল থেকে শান্তি পূর্ণ এ কর্মসূচি পালিত হয়েছে। জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে আলোচনা হলে তাঁরা বলেন আমাদের যৌক্তিক দাবীতে হামলার তীব্র নিন্দা ও ক্ষোভ জানাচ্ছি সেই সাথে কেন্দ্র থেকে যে কর্মসূচি ঘোষণা করা হবে আমরা তা পালন করব।
নীলফামারী মশিউর রহমান ডিগ্রী কলেজ অধ্যক্ষ শহিদুল ইসলাম বলেন শিক্ষক কর্মচারীদের তিন দফা দাবি আদায়ে ঘোষণা অনুযায়ী পূর্ণ দিবস কর্ম বিরতি পালন করা হয়েছে।




















