জেন্ডার সমতা অর্জন এবং বৈষম্য নিরষনে নাগরিক সম্পৃক্ততা (ফেসিং) প্রকল্প জিএফএ কনসাল্টিং গ্রুপ জার্মান-এর কারিগরী সহযোগীতায়, কানাডিয়ান হাই কমিশন এবং সুইজারর্যান্ড দুতাবাস এর আর্থিক সহযোগীতায় ডেমক্রেসিওয়াচ ফেসিং প্রকল্পের নীলফামারী জেলার সদর উপজেলার নাগরিক প্লাটফর্মের ত্রৈমাসিক সভা (বৃহস্পতিবার) ৯ অক্টোবর ডেমক্রেসিওয়াচ অফিসের হলরুমে নাগরিক প্লাটফর্ম আহবায়ক মো: আক্তারুজ্জামান রাজু এর সভাপতিতে অনুষ্ঠিত হয়।
জনাব মুজিবার রহমান জেলা প্রকল্প সমন্বয়কারী (ডেমক্রেসিওয়াচ ফেসিং প্রকল্প), প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য ও কার্যক্রম উপস্থাপনা করে বলেন, স্থানীয় পর্যায়ে সিদ্ধান্ত গ্রহন, প্রভাব বিস্তার, জবাবদিহিতা এবং মানবাধিকার লংঘনের প্রতিকার চাওয়ার ক্ষেত্রে নাগরিক সমাজের (বিশেষ করে যুব, নারী প্রন্তিক সম্প্রদায়ের সদস্যদের) প্রতিনিধিত্ব, স্বীকৃতি এবং ও অংশগ্রহন বৃদ্ধি করার লক্ষ্যে সমাজের সকল স্তরের নাগরিকদের কাছে পৌছানো এবং সংগঠিত করা।
নাগরিক প্লাটফর্ম আহবায়ক মো: আক্তারুজ্জামান রাজু (Finance & Admin Coordinator, Democracywatch, FACING) বলেন, উপজেলা নাগরিক প্লাটফর্ম গঠনের মাধ্যমে প্রকল্পের কার্যক্রমে সহায়তা করা এবং নাগরিক প্লাটফর্মের সদস্যরা প্রশিক্ষিত হয়ে সুবিধা বঞ্চিত নারীদের অধিকার বাস্তবায়নের মাধ্যমে SDG- 5 & SDG- 16 অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আজকে সভায় উপস্থিত সকল সদস্যদের মতের ভিত্তিতে আগামি ৩ মাসের (অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর) একটি কর্ম পরিকল্পনা তৈরী করা হয়। ত্রৈমাসিক আরো উপস্থীত ছিলেন, নাদিরা আক্তার (সিনিয়র প্রোগ্রাম অফিসার ডেমক্রেসিওয়াচ ফেসিং প্রকল্প)




















