শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি শীর্ষক প্রকল্পের আওতায় নীলফামারী জেলার ৪র্থ ব্যাচের শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার দেশের ৪৮ জেলায় ভার্চুয়ালি ৪র্থ ব্যাচের শুভ উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের সচিব মোঃ মাহবুব-উল-আলম।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক ড. গাজী মোঃ সাইফুজ্জামান, যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের যুগ্মসচিব মাননীয় উপদেষ্টার একান্ত সচিব মোঃ আবুল হাসান, ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাসুদ আলম, যুব উন্নয়ন অধিদপ্তরের যুগ্মসচিব ও প্রকল্প পরিচালক মানিকহার রহমান। ভার্চুয়ালি উদ্বোধন শেষে নীলফামারীর ৪র্থ ব্যাচের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণার্থীদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
ফুলেল শুভেচ্ছা জানান, যুব উন্নয়ন অধিদপ্তরের নীলফামারীর উপপরিচালক দিলগীর আলম, ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের কো-অডিনেটর ছবি রানী, সহ কো-অডিনেটর এবং প্রশিক্ষকরা।
ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের নীলফামারী জেলার আয়োজনে লিমিটেডের প্রশিক্ষণ ভবনে ৪র্থ ব্যাচের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণার্থীদের তিন মাস ব্যাপী এই প্রশিক্ষণ প্রদান করা হবে।


















