‘টেকসই উন্নয়নে পর্যটন’ এই প্রতিপাদ্য বিষয়কে নিয়ে নীলফামারীতে বিশ্ব পর্যটন দিবস পালিত হয়েছে। শনিবার সকাল ১১টায় বিশ্ব পর্যটন দিবস-২০২৫ উদযাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নীলফামারী জেলা প্রশাসনের আয়োজনে প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালি শেষে জেলা প্রশাসকের সন্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারুক আহমেদ, ট্যুরিস্ট পুলিশ নীলফামারী জোনের ইনচার্জ পুলিশ পরিদর্শক মুশফিকুর রহমান, সহকারী তথ্য অফিসার কবির উদ্দিন প্রমুখ।
বক্তারা বলেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাই সুস্থ্যভাবে মেধা বিকাশের জন্য পর্যটন কেন্দ্র বিনোদনের জন্য অতীব জরুরী।


















