পিআর পদ্ধতি বাস্তবায়নসহ কেন্দ্র ঘোষিত ৫ দফা দাবিতে নীলফামারীর জলঢাকায় বিক্ষোভ মিছিল করেছেন জামায়াতে ইসলামী। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে জলঢাকা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা আমীর মোখলেছুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি মোয়াম্মার আল হাসানের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নীলফামারী জেলা সেক্রেটারি আন্তাজুল ইসলাম বলেন,জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য একটি গ্রহণযোগ্য নির্বাচন প্রয়োজন। প্রতিটি ভোটের সঠিক মূল্যায়নের একমাত্র উপায় হলো পিআর পদ্ধতি।
তাই এ বিষয়ে গড়িমসি না করে প্রয়োজনে গণভোটের মাধ্যমে জনমত যাচাই করার আহ্বান জানান তিনি। আন্তাজুল ইসলাম আরও বলেন, “ প্রশাসনের ভেতরে ঘাপটি মেরে থাকা দোসরদের সরিয়ে দিয়ে প্রয়োজনীয় সংস্কার করতে হবে। জাতীয় পার্টিসহ যারা অতীতে ফ্যাসিবাদের সহযোগী ছিল তাদেরও বিচারের আওতায় আনতে হবে। জুলাই সনদ বাস্তবায়নের পরই নির্বাচন হতে হবে এবং সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে।”
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নীলফামারী-৩ (জলঢাকা) আসনের জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ সালাফি, জেলা প্রচার ও মিডিয়া সম্পাদক প্রভাষক সাদের হোসেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি মনিরুজ্জামান জুয়েল, উপজেলা নায়েবে আমীর আলহাজ্ব কামরুজ্জামান, সহকারী সেক্রেটারি মুজাহিদ মাসুম।
সমাবেশ শেষে প্রায় ২০ হাজার নেতাকর্মীর অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে জলঢাকা পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

























