চিরিরবন্দরে ট্রাফিক জরিমানা আদায়ে স্বচ্ছতা নিশ্চিতে কমিউনিটি ব্যাংকের সাথে দিনাজপুর জেলা পুলিশের চুক্তি স্বাক্ষর করা হয়েছে। গত ২৪ সেপ্টেম্বর বুধবার বিকেলে উপজেলার রানীরবন্দরস্থ কমিউনিটি ব্যাংকের শাখা কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষরিত দ হয়।
এসময় জেলা পুলিশের পক্ষে দিনাজপুর জেলা পুলিশ সুপার মোঃ মারুফাত হুসাইন এবং কমিউনিটি ব্যাংকের পক্ষে ভাইস প্রেসিডেন্ট ও হেড অফ কার্ড ডিভিশন ইনচার্জ জহির আহম্মেদ সমঝোতা পত্রে স্বাক্ষর করেন।
চুক্তি স্বাক্ষর শেষে পুলিশ সুপার বলেন, ট্রাফিক আইনের মামলা বা জরিমানার অর্থ প্রদানকালে গ্রাহকদের হয়রানি ও ভোগান্তি লাঘব এবং সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিতে এ উদ্যোগ নেয়া হয়েছে।
এখন থেকে ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ড দিয়েও জরিমানার অর্থ প্রদান করা যাবে। এতে ট্রাফিক ব্যবস্থাপনা আরও গতিশীল হবে। ট্রাফিক প্রসিকিউশন জরিমানা আদায় প্রক্রিয়ায় স্বচ্ছতা ও ভোগান্তি কমাতে কমিউনিটি ব্যাংকের সাথে সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে দিনাজপুর জেলা পুলিশ।


























