নতুন কারিকুলাম বাস্তবায়নের লক্ষ্যে নীলফামারী সদরের উত্তর চওড়া স্কুুল এন্ড কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৭ আগস্ট) প্রতিষ্ঠানের হলরুমে বিভিন্ন শ্রেণি শ্ক্ষিার্থীর অভিভাবকদের নিয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে গর্ভণিং বডির সভাপতি মশফিকুল ইসলাম রিন্টুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলী শাহরিয়ার, মশিউর রহমান ডিগ্রি কলেজ অধ্যক্ষ শহিদুল ইসলাম, সহকারি পরিদর্শক হারুন অর রশিদ, অভিভাবক সদস্য জিয়াউল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ধীমান রায়, শিক্ষক-শিক্ষিকা, কমিটির সদস্য ও অভিভাবকগন। এতে প্রধান অতিথি জেলা শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমান অভিভাবকদের উদ্দেশ্যে বলেন আপনার ছেলে-মেয়েদের নিয়মিত বিদ্যালয়ে পাঠাতে হবে। বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি না হলে আপনার ছেলে মেয়েরা নতুন কারিকুলাম অনুযায়ী যে পড়ালেখা তা থেকে পিছিয়ে পড়বে। আমি আপনাদের নিকট আবেদন জানাচ্ছি সন্তানদের সু-শিক্ষায় শিক্ষিত করার জন্য আপনার ছেলে মেয়েকে প্রতিনিয়ত বিদ্যালয়ে উপস্থিতির দিকে বিশেষ খেয়াল রাখতে। তা না হলে আপনার ছেলে মেয়েরা নতুন এ কারিকুলাম এর শিখন পদ্ধতি থেকে জ্ঞান অর্জনে অন্যদের থেকে পিছিয়ে পড়বে । তাই আমি আহবান করছি প্রতিটি বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিত হওয়ার জন্য প্রতিটি অভিভাবককে দায়িত্ব এ দায়িত্ব নেয়ার।