প্রতি বছরের মতন এবারেও নীলফামারীতে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সা:) অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে পাচঁ টায় সেলিম ফাউন্ডেশন, অঙ্কুর সীড, ব্লিং লেদার প্রডাক্ট ও অঙ্কুর সিড স্পেশালাইজড এর সৌজন্যে বড় মসজিদ কমিটির আয়োজনে বিশাল জশনে জুলুছ এর র্যালী জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে মসজিদে মিলাদ মাহফিলে সকল মিছিল কারী অংশগ্রহণ করেন।
মিলাদ মাহফিল, দরুদপাঠ এবং দোয়া পাঠ করেন অত্র মসজিদের ইমাম হযরত মাওলানা সৈয়দ আশরাফুল হক নূরী। উপস্থিত ছিলেন নীলফামারী-১ আসন এর সাবেক সাংসদ অ্যডভোকেট এন কে আলম চৌধুরী, নীলফামারীর পৌর প্রশাসক সাইদুল ইসলাম, সেলিম ফাউন্ডেশনের পরিচালক মোঃ নাঈম আহমেদ, অঙ্কুর সিড চাঁদের হাট ম্যানেজার ফারুক আহমেদ, সাবেক কাউন্সিলর বাদশাহ্ আলমগীর, মসজিদ কমিটির সদস্য মোঃ আলমগীর হোসেন, মোঃ মহসীন আলী, মোঃ সানাউল হক তনি। মিলাদ শেষে মুসুল্লিদের মাঝে বিশেষ তোবারক বিতরণ করা হয়।
এছাড়াও সকাল ১০ টায় বড়বাজার থেকে নবী করিম হযরত মোহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নামে মোহাম্মদ খলিফা সুফি মোহাম্মদ ইসরাফিল হোসেন আশরাফির নেতৃত্বে একটি র্যালি বাজার ট্রাফিক মোড় হয়ে চৌরঙ্গী থেকে বাজারের খানকাহে আশরাফিয়া জাভিয়াতুন নাঈম দরবারে এসে সমবেত হয়। মিলাদ মাহফীল ও গরীব দুস্থ মানুষের মধ্যে তোবারক বিতরণ করা হয়।


















