নীলফামারীতে কৃষি আধুনিকীকরণের অংশ হিসেবে কৃষকদের বিনামূল্যে রাইস ট্রান্সপ্লান্টার (ধানের চারা রোপণ যন্ত্র), রিপার (ফসল কাটার যন্ত্র) ও পাওয়ার স্প্রে (কীটনাশক স্প্রে করার যন্ত্র) বিতরণ করা হয়েছে।
শনিবার (৬ সেপ্টেম্বর) সদর উপজেলা কৃষি অফিস চত্বরে এসব যন্ত্র বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের যুগ্ম-সচিব মো. শাহিনুর রহমান।
এতে সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আতিক আহমেদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে রংপুর বিভাগ কৃষি ও গ্রামীণ উন্নয়ন প্রকল্পের সমন্বয়কারী পরিচালক আবু ফাত্তাহ মো. রওশন কবীর, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক মো. জাকির হোসেন, জেলা এলজিইডির সিনিয়র সহকারী প্রকৌশলী মো. আব্দুর রহিম আকন্দ বক্তৃতা দেন।
প্রধান অতিথির বক্তব্যে যুগ্ম-সচিব মো. শাহিনুর রহমান বলেন, ‘সরকার আপনাদের সুবিধা ও কৃষি আধুনিকীকরণের জন্য বিনামূল্যে এসব মেশিন প্রদান করছে। এসব যন্ত্র আপনাদের শ্রমিক সংকট মোকাবিলা, খরচ সাশ্রয় এবং কম সময়ে অধিক কাজ সম্পন্ন করতে সাহায্য করবে।’
সদর উপজেলা কৃষি কর্মকর্তা আতিক আহমেদ জানান, রংপুর বিভাগ কৃষি ও গ্রামীন উন্নয়ন প্রকল্পের আওতায় ও উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে এসব কৃষি যন্ত্র বিনামূল্যে বিতরণ করা হচ্ছে। এর মধ্যে ২৫টি রাইস ট্রান্সপ্লান্টার মেশিন, ২৫টি রিপার ও ২৫টি পাওয়ার যন্ত্র উপজেলার ১৫ টি ইউনিয়নের কৃষকদের মাঝে বিতরণ করা হয়।




















