‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ শ্লোগানে সপ্তাহব্যাপী নানা কর্মসূচিতে নীলফামারীতে শুরু হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ।
জেলা মৎস্য দফতরের উদ্যোগে সোমবার সকালে (১৮আগস্ট) বনার্ঢ্য শোভাযাত্রার মধ্যদিয়ে সপ্তাহের আনুষ্ঠানিকতা শুরু হয়। শোভাযাত্রা শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
এ সময় জেলা প্রশাসক বলেন, জলাশয়গুলোকে পুনঃখনন করে দেশী মাছ চাষে গুরুত্ব দিতে হবে। জেলা মৎস্য কর্মকর্তা সাইদের সভাপতিত্বে আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) ফজলুর রহমান মোহসিন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবু বকর সাইফুল ইসলাম, নীলফামারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুর আলম, সফল মুক্তা চাষী জুলফিকার রহমান বাবলা ও সফল মৎস্য চাষী ওমর ফারুক বক্তব্য দেন।
টুপামারী ইউনিয়ন পরিষদের সচিব রিফাত আরা সিমির সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য দেন নীলফামারী সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা আব্দুস সালাম।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, মৎস্য খাত দেশের সম্ভাবনাময় একটি খাত। মাছ চাষ করে মানুষের ভাগ্যের পরিবর্তন হচ্ছে এবং দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানী হচ্ছে।
দেশি মাছ চাষের উপর গুরুত্ব দিয়ে জেলা প্রশাসক নায়িরুজ্জামান বলেন, এজন্য খাল বিল জলাশয়গুলোকে পুনঃখনন করতে হবে এবং মাছ চাষীদের সুযোগ সুবিধা সৃষ্টি করতে হবে।
এছাড়া দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তার ক্যানেলগুলোতে খাঁচা পদ্ধতিতে মাছ চাষের উদ্যোগ নেয়া হয়েছেও বলে জানান তিনি। পরে সফল ডোমারের মুক্তা চাষী জুলফিকার রহমান বাবলা, নীলফামারী সদরের সফল মৎস্য চাষী উমর ফারুক ও গুণগত মানের মৎস্য খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান নীলসাগর এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে সম্মাননা স্মারক প্রদান করেন অতিথিবৃন্দ।
এছাড়াও সদর উপজেলা পরিষদ পুকুরে মাছে পোনা অবমুক্ত করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, জেলা মৎস্য দফতরের সহকারী পরিচালক কামরুন নাহার এতে উপস্থিত ছিলেন।
জেলা মৎস্য কর্মকর্তা মৎস্য কর্মকর্তা আবু সাইদ জানান, সপ্তাহব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে মতবিনিময়, প্রামান্যচিত্র প্রদর্শণ, চিত্রাংকণ ও কুইজ প্রতিযোগীতা, কর্মশালা ও পানির ভৌত রাসায়নিক গুণাগুণ পরীক্ষা ও নিরাপদ মৎস্য উৎপাদন বিষয়ক বিষয়ক ক্যাম্পেইন। তিনি জানান, ১৮আগস্ট থেকে শুরু হওয়া এই সপ্তাহের কর্মসূচি শেষ হবে আগামী ২৪আগস্ট।




















