‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ এ প্রতিপাদ্য নিয়ে দিনাজপুরের চিরিরবন্দরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১৮ আগস্ট সোমবার সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে বর্ণাঢ্য র্যালি শেষে উপজেলা পরিষদ কমপ্লেক্স হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাতেহা তুজ জোহরার সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে উপজেলা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জোহরা সুলতানা, উপজেলা মৎস্য অফিসার সুমন কুন্ডু, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রায়হান আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফজলে এলাহী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাহমিদা ইসলাম , উপজেলা সমবায় অফিসার বাসুদেব রায়সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, মৎস্যজীবি ও মৎস্যচাষীরা উপস্থিত ছিলেন। শেষে শ্রেষ্ঠ মৎস্যচাষী ও মৎস্যজীবিদের ক্রেস্ট প্রদান ও উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন অতিথিরা।
























