দিনাজপুরের চিরিরবন্দরে স্থানীয় ছাত্র সংগঠন স্টুডেন্ট এসোসিয়েশন অব চিরিরবন্দর (স্যাক) ও চিরি নদী বাতিঘর পাঠাগার এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের উৎসাহ ও অনুপ্রেরণার লক্ষে সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করেছে।
গতকাল ১৬ আগস্ট শনিবার চিরিরবন্দর উপজেলা মিলনায়তনে কৃতি শিক্ষার্থীদের এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে স্টুডেন্ট এসোসিয়েশন অব চিরিরবন্দর (স্যাক) সভাপতি মোস্তাকিম আল হাসনাতের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাতেহা তুজ জোহরা, বিশেষ অতিথি হিসেবে ফ্যাশন ফ্যাক্টরী বাংলাদেশ লি. চেয়ারম্যান রুকুনুজ্জামান রোকন, দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের ডা. মো. মাজেদুর রহমান মাজেদ, রংপুরের পীরগাছা উপজেলা প্রকৌশলী মো. আসাদুজ্জামান জেমি, কৃষি সম্প্রসারণ অফিসার মো. জাহাঙ্গীর আলম।
এসময় বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আজকে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ লাভ করায় তোমাদেরকে সংবর্ধনা দিতে পারছি ঠিক তেমনি এইচএসসি পরীক্ষায়ও যেন তোমরা ভালো ফলাফল লাভ করতে পারো এবং আমরা তোমাদের এরকম সংবর্ধনা দিতে পারি। তাই তোমাদের সকলকেই কঠোর পরিশ্রমী হতে হবে এবং চিরিরবন্দর উপজেলাকে বিশ্ব দরবারে তুলে ধরতে হবে। এছাড়াও বক্তারা শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ের ওপর অনুপ্রেরণামূলক ও জ্ঞানগর্ভ আলোচনা করেন।
সংবর্ধনা অনুষ্ঠানে চিরিরবন্দর উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের ১৬৫ জন কৃতি শিক্ষার্থীকে ক্রেস্ট, সার্টিফিকেট, বই ও কলম উপহার এবং সেরা শিক্ষক হিসেবে উপজেলার বাসুদেবপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলাল উদ্দিন সরকার, সামাজিক সংগঠন ব্লাড ডোনার ক্লাব, উপজেলা বইবন্ধুখ্যাত মোখলেসুর রহমান মন্টু ও সেরা স্কুল হিসেবে আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুলকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।


























