দিনাজপুরের চিরিরবন্দরে পেশাজীবী পরিষদ ও আদর্শ শিক্ষক ফেডারেশনের যৌথ উদ্যোগে বাছাইকৃত কর্মীদের নিয়ে আদর্শ সমাজ গঠনে পেশাজীবীদের ভূমিকা শীর্ষক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১৬ আগস্ট শনিবার সকাল সাড়ে ৯টায় চিরিরবন্দর কনভেনশন এ্যান্ড কমিউনিটি সেন্টারে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়।
সভায় বাংলাদেশ পেশাজীবী পরিষদ চিরিরবন্দর উপজেলা শাখার সভাপতি মো. রমজান আলী শাহর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে সাবেক চিরিরবন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আফতাব উদ্দিন মোল্লা, বিশেষ অতিথি হিসেবে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. শামসুজ্জোহা, দিনাজপুর আদর্শ শিক্ষক ফেডারেশনের শিক্ষা সংগঠক ও উপদেষ্টা রাজিবুর রহমান পলাশ, আদর্শ শিক্ষক ফেডারেশন দিনাজপুরের সভাপতি অধ্যক্ষ মশিউর রহমান, জেলা পেশাজীবী পরিষদের সেক্রেটারী অধ্যাপক আ স ম ইব্রাহিম, দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের ডা. মো. মাজেদুর রহমান প্রমূখ বক্তব্য রাখেন।


























