দিনাজপুরের চিরিরবন্দরে গলায় রশি লাগিয়ে ঘরের সিঁড়িতে ঝুলিয়ে মাহামুদা বেগম নামে এক মহিলা আত্মহত্যা করেছে।
এ ঘটনাটি গত ১১ আগস্ট সোমবার বিকালে উপজেলার ফতেজংপুর ইউনিয়নের বড় হাশিমপুর গ্রামের মাস্টার পাড়ায় ঘটেছে। নিহত মাহামুদা বেগম (২২) উপজেলার ফতেজংপুর ইউনিয়নের বড় হাশিমপুর গ্রামের মাস্টার পাড়ার ময়নুল হকের স্ত্রী।
পুলিশ ও প্রতিবেশী সূত্রে জানা গেছে, সেনাবাহিনীর সদস্য ময়নুল হক চাকুরীর সুবাদে বাইরে থাকত। স্ত্রী মাহামুদা বেগম (২২) শ্বাশুড়ীসহ তাদের
বাড়িতে থাকত। গত ১১ আগস্ট সোমবার বিকালে চিৎকার ও চেঁচামেচি শুনে প্রতিবেশিরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে ওই মহিলাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় এবং তাকে সেখান থেকে নামায়। তাৎক্ষণিক তার আত্মহত্যার কারণ জানা যায়নি।
চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল ওয়াদুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে প্রকৃত রহস্য জানা যাবে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডাইরী করা হয়েছে।
























