১২:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫

সাংবাদিক তুহিন হত্যার বিচার না হলে অগ্নিগর্ভ হবে সাংবাদিক সমাজ

গাজীপুর চৌরাস্তায় দৈনিক প্রতিদিনের কাগজ-এর সাহসী প্রতিনিধি আসাদুজ্জামান তুহিনকে পেশাগত দায়িত্ব পালনকালে নৃশংসভাবে হত্যার ঘটনায় দেশব্যাপী নিন্দার ঝড় উঠেছে। এরই ধারাবাহিকতায় নীলফামারীর জলঢাকায় সর্বস্তরের সাংবাদিক সমাজ একত্রিত হয়ে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও দ্রæত বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

শনিবার সকাল ১১টায় জলঢাকা থানামোড়ে আয়োজিত ঘন্টাব্যাপী মানববন্ধনে অংশ নেন জলঢাকা প্রেসক্লাব, বিভিন্ন সাংবাদিক ইউনিটি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা।

মানববন্ধনে নেতৃত্ব দেন জলঢাকা প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান ও সাধারণ সম্পাদক শাহজাহান কবির লেলিন। এসময় উপস্থিত ছিলেন সাবেক সভাপতি মাহবুবার রহমান মনি, সহ-সভাপতি মাহাদী হাসান মানিক, মনিরুজ্জামান লেবু, আবেদ আলী, মাইদুল হাসান, আসাদুজ্জামান স্টালিন, ফয়সাল মুরাদ, প্রিন্স, হারুন অর রশিদ, রবিউল ইসলাম রাজ, রিয়াদ, এনআই মানিক, এরশাদ আলম, সফিকুল ইসলাম চিনু, ছানোয়ার হোসেন বাদশা ও আল-ইকরাম বিপ্লবসহ বহু সংবাদকর্মী।

বক্তারা বলেন, আসাদুজ্জামান তুহিন ছিলেন একজন নির্ভীক ও দায়িত্বশীল সাংবাদিক। সন্ত্রাসীদের চিত্র ও ভিডিও ধারণের সময় পরিকল্পিতভাবে তাকে টার্গেট করে হত্যা করা হয়, যা সাংবাদিক সমাজের ওপর ভয়ঙ্কর হুমকি এবং গণমাধ্যমের স্বাধীনতার জন্য মারাত্মক আঘাত। তারা বলেন, “আমরা আর কোনো সাংবাদিকের রক্ত দেখতে চাই না। তুহিন হত্যার সঙ্গে জড়িত প্রত্যেককে অবিলম্বে গ্রেপ্তার করে দ্রুত বিচারের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এমন অপরাধ করার সাহস না পায়।”

বক্তারা আরও জানান, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব। কিন্তু সাংবাদিকরা প্রতিনিয়ত হুমকি, ভয়ভীতি ও হামলার শিকার হচ্ছেন। এ অবস্থা চলতে থাকলে সত্য প্রকাশের পরিবেশ নষ্ট হবে এবং গণতান্ত্রিক কাঠামো ভেঙে পড়বে। মানববন্ধনে বক্তারা প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে তুহিন হত্যাকান্ডের দ্রুত তদন্ত, জড়িতদের গ্রেপ্তার এবং সুষ্ঠু বিচার নিশ্চিত করার জোর দাবি জানান। তারা ঘোষণা দেন যদি দ্রুত ব্যবস্থা না নেওয়া হয়, তবে সাংবাদিক সমাজ আরও কঠোর আন্দোলনে নামবে।

জনপ্রিয় সংবাদ

তৃতীয় পক্ষে আন্দোলনে লম্বা ছুটিতে সাবরেজিস্টার, ভোগান্তিতে জমি দাতা ও গ্রহীতারা

সাংবাদিক তুহিন হত্যার বিচার না হলে অগ্নিগর্ভ হবে সাংবাদিক সমাজ

প্রকাশিত ১২:২০:৫২ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫

গাজীপুর চৌরাস্তায় দৈনিক প্রতিদিনের কাগজ-এর সাহসী প্রতিনিধি আসাদুজ্জামান তুহিনকে পেশাগত দায়িত্ব পালনকালে নৃশংসভাবে হত্যার ঘটনায় দেশব্যাপী নিন্দার ঝড় উঠেছে। এরই ধারাবাহিকতায় নীলফামারীর জলঢাকায় সর্বস্তরের সাংবাদিক সমাজ একত্রিত হয়ে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও দ্রæত বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

শনিবার সকাল ১১টায় জলঢাকা থানামোড়ে আয়োজিত ঘন্টাব্যাপী মানববন্ধনে অংশ নেন জলঢাকা প্রেসক্লাব, বিভিন্ন সাংবাদিক ইউনিটি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা।

মানববন্ধনে নেতৃত্ব দেন জলঢাকা প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান ও সাধারণ সম্পাদক শাহজাহান কবির লেলিন। এসময় উপস্থিত ছিলেন সাবেক সভাপতি মাহবুবার রহমান মনি, সহ-সভাপতি মাহাদী হাসান মানিক, মনিরুজ্জামান লেবু, আবেদ আলী, মাইদুল হাসান, আসাদুজ্জামান স্টালিন, ফয়সাল মুরাদ, প্রিন্স, হারুন অর রশিদ, রবিউল ইসলাম রাজ, রিয়াদ, এনআই মানিক, এরশাদ আলম, সফিকুল ইসলাম চিনু, ছানোয়ার হোসেন বাদশা ও আল-ইকরাম বিপ্লবসহ বহু সংবাদকর্মী।

বক্তারা বলেন, আসাদুজ্জামান তুহিন ছিলেন একজন নির্ভীক ও দায়িত্বশীল সাংবাদিক। সন্ত্রাসীদের চিত্র ও ভিডিও ধারণের সময় পরিকল্পিতভাবে তাকে টার্গেট করে হত্যা করা হয়, যা সাংবাদিক সমাজের ওপর ভয়ঙ্কর হুমকি এবং গণমাধ্যমের স্বাধীনতার জন্য মারাত্মক আঘাত। তারা বলেন, “আমরা আর কোনো সাংবাদিকের রক্ত দেখতে চাই না। তুহিন হত্যার সঙ্গে জড়িত প্রত্যেককে অবিলম্বে গ্রেপ্তার করে দ্রুত বিচারের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এমন অপরাধ করার সাহস না পায়।”

বক্তারা আরও জানান, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব। কিন্তু সাংবাদিকরা প্রতিনিয়ত হুমকি, ভয়ভীতি ও হামলার শিকার হচ্ছেন। এ অবস্থা চলতে থাকলে সত্য প্রকাশের পরিবেশ নষ্ট হবে এবং গণতান্ত্রিক কাঠামো ভেঙে পড়বে। মানববন্ধনে বক্তারা প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে তুহিন হত্যাকান্ডের দ্রুত তদন্ত, জড়িতদের গ্রেপ্তার এবং সুষ্ঠু বিচার নিশ্চিত করার জোর দাবি জানান। তারা ঘোষণা দেন যদি দ্রুত ব্যবস্থা না নেওয়া হয়, তবে সাংবাদিক সমাজ আরও কঠোর আন্দোলনে নামবে।