ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত শিক্ষক মেহরিন চৌধ্রুীর কবর জিয়ারত করেছেন নীলফামারীর সৈয়দপুর উপজেলা স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরী শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ফোরামের নেতৃবৃন্দ।
গতকাল মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে সৈয়দপুর উপজেলা স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরী শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ফোরামের সভাপতি ও উপজেলার হাজারীহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. লুৎফর চৌধুরীর নেতৃত্বে সংগঠনের সদস্যরা একটি মাইক্রোবাসযোগে নীলফামারীর জলঢাকা উপজেলার বগুলাগাড়ি চৌধুরীপাড়ায় নিহত শিক্ষিকা মেহরিন চৌধুরীর গ্রামের বাড়িতে যান।
সেখানে গিয়ে প্রথমে তাঁরা নিহত শিক্ষিকা মেহরিন চৌধুরীর কবর জিয়ারত করেন। এরপরে তাঁরা মরহুমার বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করেন।
এ সময় সৈয়দপুর উপজেলা স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরী শিক্ষা প্রতিষ্ঠান ফোরামের সাধারণ সম্পাদক ও আল-ফারুক একাডেমির প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম, লক্ষণপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রেজাউল করিম রেজা, সৈয়দপুর আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান হাবিব, খালিশা বেলপুকুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সৈয়দ মো. আমিরুল ইসলাম, বাঙ্গালীপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাজমুল হক, কয়ানিজপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল্লাহ সরর্কা, সৈয়দপুর মুসলিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সামসুল হক, মকবুল হোসেন বিজনেস ম্যানেজমেন্ট কলেজের উপাধ্যক্ষ মো. ফরহাদ হোসেন, সৈয়দপুর রাজ্জাকিয়া গফুরিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মো. রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

























