নীলফামারী সদরের তিলাই জয়চন্ডী উচ্চ বিদ্যালয়ে কিশোরী ছাত্রীদের মাঝে স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়েছে। বুধবার (১৯জুলাই) দুপুরে একটি বেসরকারি এনজিও সংস্থা গুড নেইবারস নীলফামারী কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্ট “মাসিক বান্ধব পরিবেশ গঠনে সামাজিক প্রচারাভিযান” এ অনুষ্ঠানের আয়োজন করে। গুড নেইবারস কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্ট ব্যবস্থাপক সুব্রত টুডুর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে ৮৫২জন কিশোরী ছাত্রীদের মাঝে স্যানিটারি ন্যাপকিন বিতরণের শুভ উদ্বোধন করেন সিভিল সার্জন ডাঃ হাসিবুর রহমান। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আলী শাহরিয়ার, স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি সৈয়দ ওয়ালিউল্লা ইসলাম, কাজি আব্দুর রশিদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও গুড নেইবারস নীলফামারী কমিউনিটি ডেভেলপমেন্ট কমিটির সভাপতি মোঃ দৌলত কাজী ও অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সুকুমার রায় সহ সকল শিক্ষক ও কিশোরী ছাত্রীরা। আলোচনা সভায় বক্তাগন বলেন কিশোরীদের মাসিক কালিন স্বাস্থ্য সচেতনতা, ঋতু কালিন পরিচ্ছন্নতা ও পরিবেশ তৈরী করার বিষয়ে আমাদের সকলকে আলোচনা করতে হবে। এ বিষয়ে আর কোন সংকচ নয়।
শানের কণ্ঠে ‘শ্যাম কালিয়া’
বাংলাদেশের সঙ্গীতাঙ্গনে প্রতিভাবান গায়ক শান সায়েক। স্বতন্ত্র এবং প্রাণবন্ত কণ্ঠের এই গায়ক একই সঙ্গে সুরকার এবং সঙ্গীত পরিচালক হিসেবেও সুপরিচিত। সম্প্রতি নতুন বছর উপলক্ষে আধুনিক লোকসঙ্গীত গানের ভিডিও নিয়ে শ্রোতাদের…