১০:৫৩ অপরাহ্ন, রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫

নীলফামারীতে ১৫ দিন ব্যাপী বৃক্ষমেলা শুরু

“পরিকল্পিত বনায়ন করি- সবুজ বাংলাদেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারী শহীদ মিনার চত্বরে পনেরো দিন ব্যাপী শুরু হয়েছে বৃক্ষরোপন অভিযান ও জেলা বৃক্ষ মেলা-২০২৫।

জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের যৌথ আয়োজনে শুক্রবার (২৫ জুলাই) বিকেল ৪টায় আনুষ্ঠানভাবে এই মেলার শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।

উদ্ধোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র। শুভেচ্ছা বক্তব্য রাখেন রংপুর সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোল্লা মোহাম্মদ মিজানুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নীলফামারী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. এস, এম, আবু বকর সাইফুল ইসলাম।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জাতীয় নাগরিক পার্টির জেলার প্রধান সমন্বয়কারী আব্দুল মজিদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা সভাপতি মাওলানা ইয়াসিন আলী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা সদস্য সচিব আলিফ সিদ্দিকী প্রান্তর। বন মামলা পরিচালক আব্দুস সালাম তুহিনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন নীলফামারী বন কর্মকর্তা রেজাউল করিম।

অনুষ্ঠানে বক্তারা চলমান আবহাওয়ার বিরূপ পরিবর্তন মোকাবিলায় বেশী করে গাছ লাগিয়ে যত্ন করার প্রতি গুরুত্ব দেন।

আয়োজকরা জানান, মেলায় চারটি প্যাভিলিয়ানে ৩৫টি নার্সারী অংশ নিয়েছে। আগামী ৮ আগষ্ট পুরস্কার বিতনের মাধ্যমে এ মেলার সমাপ্ত ঘটবে। এছাড়া শিশুদের জন্য রাখা হয়েছে বিভিন্ন রাইডস বলে আয়োজকরা জানান।

জনপ্রিয় সংবাদ

তৃতীয় পক্ষে আন্দোলনে লম্বা ছুটিতে সাবরেজিস্টার, ভোগান্তিতে জমি দাতা ও গ্রহীতারা

নীলফামারীতে ১৫ দিন ব্যাপী বৃক্ষমেলা শুরু

প্রকাশিত ০১:৩৭:১৭ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫

“পরিকল্পিত বনায়ন করি- সবুজ বাংলাদেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারী শহীদ মিনার চত্বরে পনেরো দিন ব্যাপী শুরু হয়েছে বৃক্ষরোপন অভিযান ও জেলা বৃক্ষ মেলা-২০২৫।

জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের যৌথ আয়োজনে শুক্রবার (২৫ জুলাই) বিকেল ৪টায় আনুষ্ঠানভাবে এই মেলার শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।

উদ্ধোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র। শুভেচ্ছা বক্তব্য রাখেন রংপুর সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোল্লা মোহাম্মদ মিজানুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নীলফামারী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. এস, এম, আবু বকর সাইফুল ইসলাম।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জাতীয় নাগরিক পার্টির জেলার প্রধান সমন্বয়কারী আব্দুল মজিদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা সভাপতি মাওলানা ইয়াসিন আলী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা সদস্য সচিব আলিফ সিদ্দিকী প্রান্তর। বন মামলা পরিচালক আব্দুস সালাম তুহিনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন নীলফামারী বন কর্মকর্তা রেজাউল করিম।

অনুষ্ঠানে বক্তারা চলমান আবহাওয়ার বিরূপ পরিবর্তন মোকাবিলায় বেশী করে গাছ লাগিয়ে যত্ন করার প্রতি গুরুত্ব দেন।

আয়োজকরা জানান, মেলায় চারটি প্যাভিলিয়ানে ৩৫টি নার্সারী অংশ নিয়েছে। আগামী ৮ আগষ্ট পুরস্কার বিতনের মাধ্যমে এ মেলার সমাপ্ত ঘটবে। এছাড়া শিশুদের জন্য রাখা হয়েছে বিভিন্ন রাইডস বলে আয়োজকরা জানান।