বাংলাদেশ জামায়াতে ইসলামী জলঢাকা উপজেলা শাখার উদ্যোগে স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৯ জুলাই) বিকেলে জলঢাকা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ গুরুত্বপূর্ণ সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর মোঃ মোখলেছুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নীলফামারী জেলা আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম, জেলা সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট আলফারুক আব্দুল লতীফ, জেলা মজলিশে শূরা সদস্য মাওলানা ওবায়দুল্লাহ সালাফী, শ্রমিক কল্যাণ ফেডারেশন নীলফামারী জেলার সভাপতি প্রভাষক মনিরুজ্জামান জুয়েল, জেলা কর্মপরিষদ সদস্য প্রভাষক মোঃ ছাদের হোসেন এবং প্রভাষক আব্দুল কাদিম।
সভায় বক্তারা সাংবাদিকদের সমাজের দর্পণ আখ্যায়িত করে বলেন, “গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় সংবাদপত্র ও সাংবাদিকদের ভ‚মিকা অপরিসীম। তারা শুধু তথ্যের বাহক নন, বরং তারা জাতির বিবেক। সঠিক ও নির্ভীক সাংবাদিকতা সমাজকে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে প্রেরণা জোগায়।”
বক্তারা আরও বলেন, সাংবাদিকরা সমাজের নানা অসঙ্গতি, দুর্নীতি, নিপীড়নের চিত্র সাহসিকতার সাথে তুলে ধরেন, যা জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখে। তাই সাংবাদিকদের পাশে থেকে একটি সুবিচার ও ন্যায়ের সমাজ গঠন করতে জামায়াতে ইসলামী বদ্ধপরিকর।
মতবিনিময় সভায় স্থানীয় সাংবাদিকরা বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক ইস্যুতে তাদের মতামত ও পরামর্শ প্রদান করেন। নেতৃবৃন্দ অত্যন্ত মনোযোগ সহকারে সেসব মতামত শোনেন এবং ভবিষ্যতে গণমাধ্যমের সাথে আরও ঘনিষ্ঠ যোগাযোগ ও সমন্বয়ের আশাবাদ ব্যক্ত করেন। সভাটি প্রাণবন্ত আলোচনার মধ্য দিয়ে সম্পন্ন হয় এবং শেষে সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন উপজেলা আমীর মোখলেছুর রহমান।

























