১২:৩২ পূর্বাহ্ন, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫

ডিমলায় জমির সীমানা নিয়ে সংঘর্ষ বৃদ্ধ নিহত

জেলার ডিমলা উপজেলায় জমির সীমানা নির্ধারণকে কেন্দ্র করে প্রতিপক্ষের আঘাতে মোফাজ্জল হোসেন মুফা (৬০) নামের একজন বৃদ্ধ নিহত হয়েছেন। থানা পুলিশ মরদেহ উদ্ধার করে মঙ্গলবার (১ জুলাই) জেলার মর্গে ময়না তদন্ত করেছে। এ ঘটনায় ডিমলা থানায় ছয়জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করা হয়।

এলাকাবাসী ও পুলিশ জানায়, উপজেলার বালাপাড়া ইউনিয়নের দক্ষিণ বালাপাড়া গ্রামের মৃত আজিজার রহমানের ছেলে মোফাজ্জল হোসেন মোফা সোমবার(৩০ জুন) বিকাল ৬টার দিকে একই গ্রামের প্রতিবেশী মৃত সিরাজুল ইসলামের ছেলে নাঈম (২২) জমি সীমানা নিয়ে বচসা দেখা দেয়।

একপর্যায়ে নাঈম ও তার লোকজন উক্ত বৃদ্ধের বুকে ও মাথায় আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলে মারা যায়। এ ঘটনায় নিহতের ছেলে শাহজাহান আলী বাদী হয়ে অভিযুক্ত ৬ জনের নামে ডিমলা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে।

ডিমলা থানার অফিসার ইনচার্জ ফজলে এলাহী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পর ঘটনায় দায়ের করার মামলার আসামীরা পলাতক থাকায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

জনপ্রিয় সংবাদ

তৃতীয় পক্ষে আন্দোলনে লম্বা ছুটিতে সাবরেজিস্টার, ভোগান্তিতে জমি দাতা ও গ্রহীতারা

ডিমলায় জমির সীমানা নিয়ে সংঘর্ষ বৃদ্ধ নিহত

প্রকাশিত ০৮:৫৬:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫

জেলার ডিমলা উপজেলায় জমির সীমানা নির্ধারণকে কেন্দ্র করে প্রতিপক্ষের আঘাতে মোফাজ্জল হোসেন মুফা (৬০) নামের একজন বৃদ্ধ নিহত হয়েছেন। থানা পুলিশ মরদেহ উদ্ধার করে মঙ্গলবার (১ জুলাই) জেলার মর্গে ময়না তদন্ত করেছে। এ ঘটনায় ডিমলা থানায় ছয়জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করা হয়।

এলাকাবাসী ও পুলিশ জানায়, উপজেলার বালাপাড়া ইউনিয়নের দক্ষিণ বালাপাড়া গ্রামের মৃত আজিজার রহমানের ছেলে মোফাজ্জল হোসেন মোফা সোমবার(৩০ জুন) বিকাল ৬টার দিকে একই গ্রামের প্রতিবেশী মৃত সিরাজুল ইসলামের ছেলে নাঈম (২২) জমি সীমানা নিয়ে বচসা দেখা দেয়।

একপর্যায়ে নাঈম ও তার লোকজন উক্ত বৃদ্ধের বুকে ও মাথায় আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলে মারা যায়। এ ঘটনায় নিহতের ছেলে শাহজাহান আলী বাদী হয়ে অভিযুক্ত ৬ জনের নামে ডিমলা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে।

ডিমলা থানার অফিসার ইনচার্জ ফজলে এলাহী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পর ঘটনায় দায়ের করার মামলার আসামীরা পলাতক থাকায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।