১২:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫

চিলাহাটির সড়কে হাঁটু পানি, সীমাহীন দুর্ভোগ

নীলফামারী জেলার চিলাহাটি ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্র এবং খাদ্য গুদামের সড়কটি দীর্ঘদিন ধরে মেরামত করা হয় না। সড়কটিতে বড় বড় অনেক গর্তের সৃষ্টি হয়েছে। বৃষ্টি হলে এসব গর্তে হাঁটুপানি জমে। তখন যানবাহন চলাচল করতে পারে না।

সীমাহীন দুর্ভোগে পড়তে হয় হাসপাতালে আসা রোগী, শিক্ষার্থী, বয়স্ক ও কয়েক হাজার বাসিন্দাকে। এলাকাবাসী জানায়- এই এলাকায় একটি মা ও শিশু কল্যাণ কেন্দ্র আছে। অনেক সময় জরুরী রোগীরা আসতে পারে না এই পানি কারণে।

বিশেষ করে সরকারি খাদ্য গুদামে চলাচলের অনুপযোগী হয়ে যায় ট্রাক গুলির। গতকাল মঙ্গলবার সকালে দেখা যায়- হাসপাতালে সামনের সড়কটিতে হাঁটুপানি জমে আছে। পানি নেমে যাওয়ার জন্য কোনো নালা নেই। এদিকে বাংলাদেশ রেলওয়ের বান্ডোযারী দেওয়ার পর তারা ওয়ালে নিচের অনেক ছিদ্র করে রাখার কারনে রেলের সমস্ত পানি এসে রাস্তায় জমা হয়, ফলে রাস্তাটি ডুবে চলাচলের দুর্ভোগ সৃষ্টি হয়।

জনপ্রিয় সংবাদ

তৃতীয় পক্ষে আন্দোলনে লম্বা ছুটিতে সাবরেজিস্টার, ভোগান্তিতে জমি দাতা ও গ্রহীতারা

চিলাহাটির সড়কে হাঁটু পানি, সীমাহীন দুর্ভোগ

প্রকাশিত ১১:৪৩:৪১ পূর্বাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫

নীলফামারী জেলার চিলাহাটি ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্র এবং খাদ্য গুদামের সড়কটি দীর্ঘদিন ধরে মেরামত করা হয় না। সড়কটিতে বড় বড় অনেক গর্তের সৃষ্টি হয়েছে। বৃষ্টি হলে এসব গর্তে হাঁটুপানি জমে। তখন যানবাহন চলাচল করতে পারে না।

সীমাহীন দুর্ভোগে পড়তে হয় হাসপাতালে আসা রোগী, শিক্ষার্থী, বয়স্ক ও কয়েক হাজার বাসিন্দাকে। এলাকাবাসী জানায়- এই এলাকায় একটি মা ও শিশু কল্যাণ কেন্দ্র আছে। অনেক সময় জরুরী রোগীরা আসতে পারে না এই পানি কারণে।

বিশেষ করে সরকারি খাদ্য গুদামে চলাচলের অনুপযোগী হয়ে যায় ট্রাক গুলির। গতকাল মঙ্গলবার সকালে দেখা যায়- হাসপাতালে সামনের সড়কটিতে হাঁটুপানি জমে আছে। পানি নেমে যাওয়ার জন্য কোনো নালা নেই। এদিকে বাংলাদেশ রেলওয়ের বান্ডোযারী দেওয়ার পর তারা ওয়ালে নিচের অনেক ছিদ্র করে রাখার কারনে রেলের সমস্ত পানি এসে রাস্তায় জমা হয়, ফলে রাস্তাটি ডুবে চলাচলের দুর্ভোগ সৃষ্টি হয়।