০৭:১৮ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫

নিহত পাইলট তৌকিরের পরিবারকে হেলিকপ্টারে আনা হলো ঢাকায়

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ০৬:৪৩:০১ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫
  • ১৬৮ বার পড়া হয়েছে

ঢাকার উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে পাইলট তৌকির ইসলাম সাগর নিহত হয়েছেন। তার মৃত্যুর খবরে রাজশাহীর উপশহরে তার বাড়িতে নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে বাড়ির পরিবেশ।

সোমবার (২১ জুলাই) দুপুরে রাজশাহীর উপশহরের ৩ নম্বর সেক্টরে পাইলট সাগরের বাড়িতে গিয়ে দেখা যায়, স্বজনদের আহাজারিতে বাতাস ভারী হয়ে আছে। পরিবারের সদস্যদের একমাত্র আশা ছিল সাগরের উজ্জ্বল ভবিষ্যৎ—তা এক নিমিষেই থেমে গেল।

পরিবারের সদস্যদের ঢাকায় নেওয়ার ব্যবস্থা করেছে বিমানবাহিনী। নিহত পাইলটের মেজ চাচা মতিউর রহমান জানান, ‘আমরা কিছুক্ষণ আগে তার মৃত্যুর খবর পেয়েছি। বিমানবাহিনীর পক্ষ থেকে একটি হেলিকপ্টার পাঠানো হয়েছে। ওই হেলিকপ্টারে সাগরের বাবা তোহরুল ইসলাম, মা সালেহা খাতুন ও ছোট বোন বৃষ্টি ঢাকায় গেছেন।’

তিনি আরও জানান, ‘সাগর কিছুদিন আগেই রাজশাহীতে এসেছিল। মাত্র ছয় মাস আগে তার বিয়ে হয়। এখনও তার কোনো সন্তান হয়নি। মরদেহ এলে দাফনের বিষয়ে সিদ্ধান্ত হবে।’

উল্লেখ্য, সোমবার দুপুরে বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজেআই প্রশিক্ষণ বিমান রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়। এতে বহু শিক্ষার্থী আহত হন এবং পাইলট তৌকির ইসলাম ঘটনাস্থলেই প্রাণ হারান।

জনপ্রিয় সংবাদ

নীলফামারীতে ট্রেনের ধাক্কায় দশম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

নিহত পাইলট তৌকিরের পরিবারকে হেলিকপ্টারে আনা হলো ঢাকায়

প্রকাশিত ০৬:৪৩:০১ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫

ঢাকার উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে পাইলট তৌকির ইসলাম সাগর নিহত হয়েছেন। তার মৃত্যুর খবরে রাজশাহীর উপশহরে তার বাড়িতে নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে বাড়ির পরিবেশ।

সোমবার (২১ জুলাই) দুপুরে রাজশাহীর উপশহরের ৩ নম্বর সেক্টরে পাইলট সাগরের বাড়িতে গিয়ে দেখা যায়, স্বজনদের আহাজারিতে বাতাস ভারী হয়ে আছে। পরিবারের সদস্যদের একমাত্র আশা ছিল সাগরের উজ্জ্বল ভবিষ্যৎ—তা এক নিমিষেই থেমে গেল।

পরিবারের সদস্যদের ঢাকায় নেওয়ার ব্যবস্থা করেছে বিমানবাহিনী। নিহত পাইলটের মেজ চাচা মতিউর রহমান জানান, ‘আমরা কিছুক্ষণ আগে তার মৃত্যুর খবর পেয়েছি। বিমানবাহিনীর পক্ষ থেকে একটি হেলিকপ্টার পাঠানো হয়েছে। ওই হেলিকপ্টারে সাগরের বাবা তোহরুল ইসলাম, মা সালেহা খাতুন ও ছোট বোন বৃষ্টি ঢাকায় গেছেন।’

তিনি আরও জানান, ‘সাগর কিছুদিন আগেই রাজশাহীতে এসেছিল। মাত্র ছয় মাস আগে তার বিয়ে হয়। এখনও তার কোনো সন্তান হয়নি। মরদেহ এলে দাফনের বিষয়ে সিদ্ধান্ত হবে।’

উল্লেখ্য, সোমবার দুপুরে বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজেআই প্রশিক্ষণ বিমান রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়। এতে বহু শিক্ষার্থী আহত হন এবং পাইলট তৌকির ইসলাম ঘটনাস্থলেই প্রাণ হারান।