১১:৫১ পূর্বাহ্ন, রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫

ভারতে প্লেন বিধ্বস্ত, অলৌকিকভাবে বেঁচে গেলেন যুবক

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১২:৫৬:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫
  • ৯৯ বার পড়া হয়েছে

ভারতের ভয়াবহ প্লেন ‍দুর্ঘটনা থেকে অলৌকিকভাবে বেঁচে ফিরেছেন বিশ্বাস কুমার রমেশ নামে এক যুবক/ ছবি: হিন্দুস্তান টাইমস

ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদে ঘটে যাওয়া ভয়াবহ প্লেন ‍দুর্ঘটনা থেকে অলৌকিকভাবে বেঁচে ফিরেছেন এক যুবক। আহমেদাবাদ পুলিশই ওই ব্যক্তির বেঁচে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, ওই যুবকের নাম বিশ্বাস কুমার রমেশ। তিনি ছাড়া ২৪২ যাত্রীর ২৪১ জনই মারা গেছেন বলে দাবি ভারতীয় সংবাদমাধ্যমগুলোর।

এনডিটিভি বলেছে, বেঁচে যাওয়া যুবককে হাঁটতেও দেখা গেছে। তিনি প্লেনটির ১১-এ আসনের যাত্রী ছিলেন। তার পরনে ছিল সাদা টি-শার্ট ও কালো রঙের ট্রাউজার। তার টি-শার্টে রক্তের ছোপ ছোপ দাগ দেখা গেছে। সেই সঙ্গে মুখ ও কপালে জখমের চিহ্ন রয়েছে।

এর আগে আহমেদাবাদ পুলিশের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যমে জানানো হয়েছিল, ফ্লাইটের যাত্রী ও ক্রুসহ সব আরোহী মারা গেছেন। আহমেদাবাদের পুলিশ কমিশনারও বলেছিলেন, অবস্থা দেখে মনে হচ্ছে- প্লেনটির আরোহীদের মধ্যে কেউই বেঁচে নেই।

বৃহস্পতিবার (১২ জুন) স্থানীয় সময় দুপুর ১টা ৩৮ মিনিটে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্য গুজরাটের আহমেদাবাদে ২৪২ জন আরোহী নিয়ে বিধ্বস্ত হয় লন্ডনগামী বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার মডেলের প্লেনটি। স্থানীয় বি.জে. মেডিকেল কলেজের একটি ছাত্রাবাসের ওপর বিধ্বস্ত হয় সেটি।

এদিকে, যাত্রীদের মধ্যে ১৬৯ জন ভারতীয় নাগরিক ছিলেন বলে জানিয়েছে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। প্লেনটিতে আরও ৫৩ জন ব্রিটিশ, সাতজন পর্তুগিজ ও একজন কানাডিয়ান নাগরিক ছিলেন। দুর্ঘটনার পর থেকেই ঘটনাস্থলে উদ্ধার অভিযান চলছে। বিমানবন্দর এলাকার কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার পর আবারও চালু করা হয়েছে বলে জানা গেছে।

জনপ্রিয় সংবাদ

নীলফামারীতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির নির্বাচন-২০২৫ অনুষ্ঠিত

ভারতে প্লেন বিধ্বস্ত, অলৌকিকভাবে বেঁচে গেলেন যুবক

প্রকাশিত ১২:৫৬:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫

ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদে ঘটে যাওয়া ভয়াবহ প্লেন ‍দুর্ঘটনা থেকে অলৌকিকভাবে বেঁচে ফিরেছেন এক যুবক। আহমেদাবাদ পুলিশই ওই ব্যক্তির বেঁচে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, ওই যুবকের নাম বিশ্বাস কুমার রমেশ। তিনি ছাড়া ২৪২ যাত্রীর ২৪১ জনই মারা গেছেন বলে দাবি ভারতীয় সংবাদমাধ্যমগুলোর।

এনডিটিভি বলেছে, বেঁচে যাওয়া যুবককে হাঁটতেও দেখা গেছে। তিনি প্লেনটির ১১-এ আসনের যাত্রী ছিলেন। তার পরনে ছিল সাদা টি-শার্ট ও কালো রঙের ট্রাউজার। তার টি-শার্টে রক্তের ছোপ ছোপ দাগ দেখা গেছে। সেই সঙ্গে মুখ ও কপালে জখমের চিহ্ন রয়েছে।

এর আগে আহমেদাবাদ পুলিশের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যমে জানানো হয়েছিল, ফ্লাইটের যাত্রী ও ক্রুসহ সব আরোহী মারা গেছেন। আহমেদাবাদের পুলিশ কমিশনারও বলেছিলেন, অবস্থা দেখে মনে হচ্ছে- প্লেনটির আরোহীদের মধ্যে কেউই বেঁচে নেই।

বৃহস্পতিবার (১২ জুন) স্থানীয় সময় দুপুর ১টা ৩৮ মিনিটে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্য গুজরাটের আহমেদাবাদে ২৪২ জন আরোহী নিয়ে বিধ্বস্ত হয় লন্ডনগামী বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার মডেলের প্লেনটি। স্থানীয় বি.জে. মেডিকেল কলেজের একটি ছাত্রাবাসের ওপর বিধ্বস্ত হয় সেটি।

এদিকে, যাত্রীদের মধ্যে ১৬৯ জন ভারতীয় নাগরিক ছিলেন বলে জানিয়েছে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। প্লেনটিতে আরও ৫৩ জন ব্রিটিশ, সাতজন পর্তুগিজ ও একজন কানাডিয়ান নাগরিক ছিলেন। দুর্ঘটনার পর থেকেই ঘটনাস্থলে উদ্ধার অভিযান চলছে। বিমানবন্দর এলাকার কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার পর আবারও চালু করা হয়েছে বলে জানা গেছে।