০২:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫

দেবীগঞ্জে এবার ১১৬টি দূর্গা মন্ডপে পূজা অনুষ্ঠিত হবে

শারদীয় দূর্গা পূজা ষষ্ঠিতে শুরু ৬দিন ব্যপীয় সনাতন ধর্মীয়দের সর্ব বৃহত উৎসব শারদীয় দূর্গা পূজা বছরে শেষে একবার অনুষ্ঠিত হয়ে থাকে। ২০২৫ইং এই বৎসরে বিশুদ্ধ পঞ্চিকা মোতাবেক মহাষষ্ঠিতে শারদীয় দূর্গোৎসব শুরু। আর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মাধ্যমে এর সমাপ্তি ঘটবে ।

শারদীয় দূর্গোৎসবের প্রাক্কালে বোধনের মাধ্যমে দক্ষিনায়নের নিদ্রিত দেবী দূর্গার নিদ্রা ভাঙ্গার জন্য বন্দনা পূজা করা হয়। দূর্গা মন্ডপের পঞ্চমীতে স্বায়ংকালে তথা সন্ধায় এই বন্দনা পূজা অনুষ্ঠিত হয়ে থাকে। পুরান মতে রাজা সুরদ প্রথম দেবী দূর্গার আরাধনা শুরু করেন।

তিনি বসন্ত কালে পূজার আয়োজন করায় দেবীর এই পূজাকে বাসন্তী পূজা বলা হয়। রাবনের হাত হইতে সীতাকে উদ্ধার করতে লঙ্কা যাত্রার পূর্বে শ্রী রামচন্দ্র দূর্গা পুজার আয়োজন করেছিলেন। শরৎ কালের আমাবশ্যার তিথীতে যাহা শারদীয় দূর্গোৎসব নামে পরিচিত।

দেবীর শরৎকালের পূজাকে এ জন্যই সনাতন শাস্ত্রমতে অকাল বোধন বলা হয়ে থাকে। দূর্গতি নাশিনী দশ ভূজা দেবীর বোধনের মধ্য দিয়ে দূর্গা পূজার আনুষ্ঠানিকতা শুরু হবে। বছর ঘুরে দেবীর আগমনের বার্তায় উৎসবের আমেজ সমগ্র দেশের পূজা মন্ডপে। তাই এখন চলিতেছে সনাতন ধর্মীয়দের ঘরে ঘরে উৎসবের আমেজ। মহালয়ার মধ্য দিয়ে শুরু হবে দেবী পক্ষ। এই শারদীয় উৎসব কেবল সনাতন ধর্মীয়দের নয়। গোটা বাঙ্গালীরই শারদীয় উৎসব।

এই উৎসব সুষ্ঠু ভাবে সমাপ্ত করতে ধর্মবর্ণ নির্বিশেষে সকলের সহযোগীতা প্রয়োজন। এই ক্ষেত্রে বরাবরের মতো এবারো প্রশাসন সহ আইন শৃঙ্খলা বাহিনী সর্বাত্বক সহযোগীতার আশ্বাস পাওয়া গেছে। এক সাক্ষাৎকারে এই প্রতিনিধিকে জানালেন দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান। এবার দেবীগঞ্জ উপজেলায় সনাতন ধর্মাবলম্বীদের ১১৬টি মন্ডপে দূর্গা পূজা অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে প্রতিটি মন্ডপে সরকারি ভাবে ৫০০কেজি করে চাল প্রদান করা হয়েছে।

এবৎসর দূর্গা দেবী আসছেন গজে (হাতিতে)। আর দেবী ফিরে যাবেন দোলায় (পালকিতে) এ ব্যপারে কথা হয় শালডাঙ্গা পালের কামাত দূর্গা মন্দিরের সভাপতি নবকুমার রায় ও সুন্দর দিঘী ইউনিয়নের শাহা পাড়া ভূবনেশ্বরী দূর্গা মন্দিরের সভাপতি প্রিয়নাথ রায় এই প্রতিবেদককে জানালেন আমরা প্রতিবারই শান্তিপূর্ণ ভাবে দূর্গা পূজা চালিয়ে আসতেছি।

এবার দেবীগঞ্জ উপজেলার ১০টি ইউনিয়নের দূর্গা মন্ডপের তালিকা গুলো হলো- চিলাহাটি ইউপিতে- ১৪টি, শালডাঙ্গা ইউ,পি- ২০ টি, দেবীগঞ্জ ইউ,পি-৭ টি, পামুলী ইউ,পি-১১ টি, সুন্দর দিঘী ইউ,পি-১৩, সোনাহার মল্লিকাদহ ইউ,পি-৯টি, টেপ্রিগঞ্জ ইউ,পি- ১০টি, দন্ডপাল ইউ,পি-১৫টি, দেবীডুবা ইউ,পি- ১১টি এবং চেংঠী ইউ,পিতে ৬টি দূর্গা মন্ডপ পূজা অনুষ্ঠিত হবে।

জনপ্রিয় সংবাদ

নীলফামারীতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির নির্বাচন-২০২৫ অনুষ্ঠিত

দেবীগঞ্জে এবার ১১৬টি দূর্গা মন্ডপে পূজা অনুষ্ঠিত হবে

প্রকাশিত ০৬:৫০:৪৭ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫

শারদীয় দূর্গা পূজা ষষ্ঠিতে শুরু ৬দিন ব্যপীয় সনাতন ধর্মীয়দের সর্ব বৃহত উৎসব শারদীয় দূর্গা পূজা বছরে শেষে একবার অনুষ্ঠিত হয়ে থাকে। ২০২৫ইং এই বৎসরে বিশুদ্ধ পঞ্চিকা মোতাবেক মহাষষ্ঠিতে শারদীয় দূর্গোৎসব শুরু। আর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মাধ্যমে এর সমাপ্তি ঘটবে ।

শারদীয় দূর্গোৎসবের প্রাক্কালে বোধনের মাধ্যমে দক্ষিনায়নের নিদ্রিত দেবী দূর্গার নিদ্রা ভাঙ্গার জন্য বন্দনা পূজা করা হয়। দূর্গা মন্ডপের পঞ্চমীতে স্বায়ংকালে তথা সন্ধায় এই বন্দনা পূজা অনুষ্ঠিত হয়ে থাকে। পুরান মতে রাজা সুরদ প্রথম দেবী দূর্গার আরাধনা শুরু করেন।

তিনি বসন্ত কালে পূজার আয়োজন করায় দেবীর এই পূজাকে বাসন্তী পূজা বলা হয়। রাবনের হাত হইতে সীতাকে উদ্ধার করতে লঙ্কা যাত্রার পূর্বে শ্রী রামচন্দ্র দূর্গা পুজার আয়োজন করেছিলেন। শরৎ কালের আমাবশ্যার তিথীতে যাহা শারদীয় দূর্গোৎসব নামে পরিচিত।

দেবীর শরৎকালের পূজাকে এ জন্যই সনাতন শাস্ত্রমতে অকাল বোধন বলা হয়ে থাকে। দূর্গতি নাশিনী দশ ভূজা দেবীর বোধনের মধ্য দিয়ে দূর্গা পূজার আনুষ্ঠানিকতা শুরু হবে। বছর ঘুরে দেবীর আগমনের বার্তায় উৎসবের আমেজ সমগ্র দেশের পূজা মন্ডপে। তাই এখন চলিতেছে সনাতন ধর্মীয়দের ঘরে ঘরে উৎসবের আমেজ। মহালয়ার মধ্য দিয়ে শুরু হবে দেবী পক্ষ। এই শারদীয় উৎসব কেবল সনাতন ধর্মীয়দের নয়। গোটা বাঙ্গালীরই শারদীয় উৎসব।

এই উৎসব সুষ্ঠু ভাবে সমাপ্ত করতে ধর্মবর্ণ নির্বিশেষে সকলের সহযোগীতা প্রয়োজন। এই ক্ষেত্রে বরাবরের মতো এবারো প্রশাসন সহ আইন শৃঙ্খলা বাহিনী সর্বাত্বক সহযোগীতার আশ্বাস পাওয়া গেছে। এক সাক্ষাৎকারে এই প্রতিনিধিকে জানালেন দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান। এবার দেবীগঞ্জ উপজেলায় সনাতন ধর্মাবলম্বীদের ১১৬টি মন্ডপে দূর্গা পূজা অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে প্রতিটি মন্ডপে সরকারি ভাবে ৫০০কেজি করে চাল প্রদান করা হয়েছে।

এবৎসর দূর্গা দেবী আসছেন গজে (হাতিতে)। আর দেবী ফিরে যাবেন দোলায় (পালকিতে) এ ব্যপারে কথা হয় শালডাঙ্গা পালের কামাত দূর্গা মন্দিরের সভাপতি নবকুমার রায় ও সুন্দর দিঘী ইউনিয়নের শাহা পাড়া ভূবনেশ্বরী দূর্গা মন্দিরের সভাপতি প্রিয়নাথ রায় এই প্রতিবেদককে জানালেন আমরা প্রতিবারই শান্তিপূর্ণ ভাবে দূর্গা পূজা চালিয়ে আসতেছি।

এবার দেবীগঞ্জ উপজেলার ১০টি ইউনিয়নের দূর্গা মন্ডপের তালিকা গুলো হলো- চিলাহাটি ইউপিতে- ১৪টি, শালডাঙ্গা ইউ,পি- ২০ টি, দেবীগঞ্জ ইউ,পি-৭ টি, পামুলী ইউ,পি-১১ টি, সুন্দর দিঘী ইউ,পি-১৩, সোনাহার মল্লিকাদহ ইউ,পি-৯টি, টেপ্রিগঞ্জ ইউ,পি- ১০টি, দন্ডপাল ইউ,পি-১৫টি, দেবীডুবা ইউ,পি- ১১টি এবং চেংঠী ইউ,পিতে ৬টি দূর্গা মন্ডপ পূজা অনুষ্ঠিত হবে।