নীলফামারীর সৈয়দপুরে প্রচন্ড গরমে বিভিন্ন রোগের উপসর্গ নিয়ে হাসপাতাল ও ডাক্তারের চেম্বারগুলোতে প্রচন্ড রোগীর ভিড় হলেও করোনা আক্রান্ত কোনো রোগী নেই।
বুধবার (১১ জুন) সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে গেলে দেখা গেছে, জ্বর, সর্দি, চুলকানি, ডায়ারিয়া, নিউমোনিয়াসহ বিভিন্ন রোগের উপসর্গ নিয়ে রোগীদের প্রচন্ড ভিড়। এসব উপসর্গ নিয়ে ইতিমধ্যে হাসপাতালে অনেক রোগী ভর্তিও রয়েছেন।
কথা হলে হাসপাতালে আগত রোগী ও তাদের স্বজনরা জানান, ইদুল আযহার পর থেকেই এসব রোগের উপসর্গ বেশী দেখা দিয়েছে।
অনেক জ্বর-সর্দিতে আক্রান্ত রোগী ও তাদের স্বজনরা জানান, দেশে বর্তমান আশংকাজনক হারে করোনার প্রাদূর্ভাব দেখা দেওয়ায় আমরা ভয়ে অনেকেই হাসপাতালে আসছি। তবে, পরীক্ষার পর করোনা নয় বলে জানতে পেরেছি।
কথা হলে ১০০ শয্যা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার নাজমুল হুদা জানান, ইদুল আযহায় মাংস খাওয়ার পর আর আবহাওয়া পরিবর্তনের সাথে প্রচন্ড গরমের কারণে এসব রোগ দেখা দিয়েছে। ইতিমধ্যে ডায়ারিয়া, নিউমোনিয়া, সিজার রোগীদের পেট ব্যথাসহ বিভিন্ন রোগে আক্রান্ত অনেক রোগী আমাদের ১০০ শয্যা হাসপাতালে ভর্তি হয়েছেন।
তাছাড়া কয়েকদিনে এসব উপসর্গ নিয়ে রোগীদের হাসপাতালে চিকিৎসা নিতে আসার সংখ্যা বেড়েই চলেছে। তাছাড়া দেশে বর্তমানে করোনার প্রাদূর্ভাব বেড়ে গেছে। তবে, বৃহত্তর রংপুরের জেলাগুলোর মধ্যে আমাদের হাসপাতালেই করোনা পরীক্ষার যাবতীয় প্রস্তুতির ব্যবস্থা রয়েছে। ইতিমধ্যে কয়েকজন রোগী করোনা রোগের সিনটম নিয়ে হাসপাতালে এলে পরীক্ষার পর করোনা নয় বলে নিশ্চিত হওয়া গেছে।
এসময় তিনি জানান, এখন পর্যন্ত আমাদের সৈয়দপুরে করোনা আক্রান্ত রোগী পাওয়া যায়নি। তবে, সবাইকে তিনি এনিয়ে সাবধান থাকতে হবে এবং সবাইকে জন-সমাগম এড়িয়ে চলাসহ মাস্ক পড়তে হবে।