নীলফামারীর সৈয়দপুরের জাহিদুল ইসলাম (৭০) নামের এক হাজী মক্কায় এন্তেকাল করেছেন।
গত ১ জুন (রবিবার) তিনি মক্কার একটি মসজিদে এন্তেকাল করেন। তাঁর বাড়ি শহরের কাজিপাড়া এলাকায়। তার চার ছেলে ও এক কন্যা সন্তান রয়েছে। তিনি ১০নং ওয়ার্ড সৈয়দপুর পৌর বিএনপির সভাপতি। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পরিবার সূত্র জানায়, ওইদিন মক্কায় একটি মসজিদে মাগরিবের নামাজ পড়ে এশার নামাযের জন্য বসে অপেক্ষা করছিলেন। এমন সময় তিনি মসজিদেই লুটিয়ে পড়েন, সাথে সাথেই মেডিকেল টিম তাঁকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত ডাক্তার তাঁকে মৃত্যু ঘোষণা করেন। তিনি দির্ঘদিন থেকে ডায়াবেটিস রোগে ভুগছিলেন।
জাহিদুল ইসলাম গত ১৫ মে সৈয়দপুর শহরের ইমন ট্র্যাভেলসের তত্ত্বাবধানে হজ্জব্রত পালন করতে স্বস্ত্রীক সৌদিআরব যান। তিনি পেশায় রাজমিস্ত্রি ছিলেন। আজ ২ জুন (সোমবার) মরহুমের জানাজা ও দাফন সৌদি আরবেই সম্পন্ন হবে বলে জানা গেছে।





















