নীলফামারীর সৈয়দপুরে একটি স্কুলে ব্যতিক্রমী এক ঘটনা ঘটেছে। ক্লাসরুমে ঢুকে সরাসরি ক্লাস নিয়েছেন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।
শুধু ক্লাসই নয়, শিক্ষার্থীদের সঙ্গে খোলামেলা আলোচনা করেছেন নানা সামাজিক সমস্যা নিয়ে।
বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থীরা পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করছিল। ঠিক তখনই অধ্যক্ষের সঙ্গে ক্লাসরুমে ঢোকেন পুলিশের পোশাক পরা এক ব্যক্তি। প্রথমে সবাই বিস্মিত হয়ে ওঠে। পরে জানা যায়, তিনি সৈয়দপুর থানার ওসি ফইম উদ্দীন। শ্রেণিকক্ষে ঢুকেই ওসি বোর্ডে নিজের নাম ও মোবাইল নম্বর লিখে দেন। তিনি বলেন, তোমরা কেউ যদি বিপদে পড়ো, ইভটিজিংয়ের শিকার হও কিংবা বাল্যবিবাহ দেখতে পাও, তাহলে ভয় না পেয়ে এই নম্বরে কল দেবে।
শুধু ফোন নয়, এসএমএস করলেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি। তিনি বলেন, চাইলে থানার নারী পুলিশ সদস্যের সঙ্গেও কথা বলতে পারবে। কারও সঙ্গে অন্যায় হলে চুপ করে থাকবা না। সৈয়দপুর সানফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে এই ঘটনা ঘটে।