নীলফামারীর সৈয়দপুরে তুলশীরাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শিল্পী আক্তারের বিরুদ্ধে অনিয়ম, শিক্ষার্থীদের সাথে কুরুচিপূর্ণ আচরণ, বাণিজ্য শাখার শিক্ষক দিয়ে বিজ্ঞান শাখার ক্লাস করানো ও স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে তার অপসারণের দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ হয়েছে।
(২১ জানুয়ারী) বুধবার দুপুরে বিদ্যালয়ের প্রধান ফটক বন্ধ করে বিদ্যালয় মাঠে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। পরে তারা অভিযুক্ত প্রধান শিক্ষকের কক্ষে তালা ঝুলিয়ে দেয়।
বিক্ষোভে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, প্রধান শিক্ষক শিল্পী আক্তার বিদ্যালয়ে নিজের প্রভাব প্রতিপত্তি দেখান। শিক্ষার্থীদের সাথে কুরুচিপূর্ণ আচরণ করেন। এছাড়া ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষক দিয়ে বিজ্ঞান শাখার পদার্থ বিজ্ঞান ও রসায়ন ক্লাস করান। এতে ক্লাসে তারা ক্ষতিগ্রস্থ হচ্ছেন শিক্ষার্থীরা। তাই বাধ্য হয়ে আমরা প্রতিবাদে নেমেছি। ম্যাডামকে অপসারণ না করা পর্যন্ত আমরা ক্লাস করব না এবং ঝুলিয়ে দেয় তালা খোলা হবে না।
বিদ্যালয়ের দশম শ্রেণির বিজ্ঞান শাখার শিক্ষার্থী নাদিরা চৌধুরী বলেন, বিজ্ঞান শাখার পদার্থ ও রসায়ন বিষয়ের ক্লাস ব্যবসায় শিক্ষার শিক্ষক দিয়ে করানো হয়। এতে আমাদের পড়াশোনার মারাত্মক ক্ষতি হচ্ছে। অথচ বিদ্যালয়ে বিজ্ঞান বিভাগের শিক্ষক রয়েছেন। স্যারকে ক্লাস না দিয়ে নিজের পছন্দের ব্যবসায় শিক্ষার শিক্ষক দিয়ে ক্লাস করানো হয়। বিষয়টি প্রধান শিক্ষককে জানানো হলে তিনি উল্টো শিক্ষার্থীদের গালিগালাজ করেন এবং ফেল করানোর ভয় দেখান।
এর আগে এই শিক্ষকের বিরুদ্ধে শিক্ষা বোর্ডের নির্দেশনা অমান্য করে প্রধান পরীক্ষকের দায়িত্ব পালনের অভিযোগ পাওয়া গেছে। এছাড়া নিজের ব্যক্তিগত গাড়ি রাখার জন্য বিদ্যালয়ের কক্ষকে ব্যবহার করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
এবিষয় অভিযুক্ত প্রধান শিক্ষক শিল্পী আক্তার বলেন, আমাকে নিয়ে বিদ্যালয়ের কিছু শিক্ষকরা দীর্ঘদিন ধরে ষড়যন্ত্র করে আসছেন। তারাই শিক্ষার্থীদের ভুলভাল বুঝিয়ে আমার বিরুদ্ধে বিক্ষোভ করিয়েছেন। তিনি শিক্ষার্থীদের অভিযোগ সত্য নয় দাবি করে বলেন, শিক্ষার্থীরা আমাকে না চাইলে আমি চলে যাবো।























