নীলফামারীর সৈয়দপুরে ধান বোঝাই ট্রলির চাকায় পিষ্ঠ হয়ে আনোয়ারা খাতুন (২৫) নামে মটরসাইকেল আরোহী এক অন্তঃসত্ত্বা ইপিজেড নারীকর্মীর মৃত্যু হয়েছে। আজ সোমবার রাত ৮ টার দিকে স্থানীয় সৈয়দপুর-রংপুর বাইপাস সড়কের মেসার্স খাদিজা ফিলিং স্টেশন এর সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আহত আনোয়ারা খাতুন উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের লক্ষণপুর বালাপাড়ার সিরাজ উদ্দিনের স্ত্রী। তিনি উত্তরা ইপিজেডের দেশবন্ধু নামের একটি কোম্পানিতে কর্মরত ছিলেন। এ সময় তার স্বামী মটরসাইকেল চালক সিরাজ উদ্দিন আহত হয়ে গুরুতর অবস্থায় সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন। বিষয়টি নিশ্চিত করেছেন তারাগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান।
পুলিশ ও স্থানীয়রা জানান, ছুটির পর কর্মস্থল থেকে স্বামী-স্ত্রী মটরসাইকেলে করে বাসায় ফিরছিলেন। পথিমধ্যে উলেখিত এলাকায় ধান বোঝাই ওই ট্রলির ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে। পরে ট্রলিটির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন আনোয়ারা খাতুন। এসময় গুরুতর আহত অবস্থায় তাঁর স্বামী সিরাজ ইসলামকে স্থানীয়রা উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়।
তারাগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থলে কাজ করছে। এ বিষয়ে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।




















