গত বুধবার (৫ নভেম্বর) সৈয়দপুরে দৈনিক সকালের বাণী পত্রিকার দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে পত্রিকার সৈয়দপুর উপজেলার প্রতিনিধি তোফাজ্জল হোসেন লুতু’র আয়োজনে কেক কাটা ও আলোচনা সভা আয়োজন করা হয়। রাত সাড়ে আটটায় শহরের কলিম মোড়স্থ সাপ্তাহিক জনসমস্যা পত্রিকা অফিসে ওই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন সাপ্তাহিক জনসমস্যার পত্রিকার সম্পাদক ও সৈয়দপুর প্রেস ক্লাবের আহ্বায়ক সহকারী অধ্যাপক শওকত হায়াৎ শাহ্। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরী শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ফোরামের সভাপতি ও হাজারীহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. লুৎফর রহমান চৌধুরী, সৈয়দপুর আদর্শ বালিকা বিদ্যালয় এন্ড কলেজের সিনিয়র শিক্ষক আলহাজ্ব মো. নাছিম রেজা শাহ্ ও ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ মো. শাবাহাত আলী সাব্বু। এতে স্বাগত বক্তব্য রাখেন দৈনিক সকালের বাণী পত্রিকার নীলফামারীর সৈয়দপুর উপজেলা প্রতিনিধি তোফাজ্জল হোসেন লুতু।
এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সৈয়দপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক আলাপন পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক কাজী জাহিদ, সৈয়দপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও সময় টিভির স্টাফ রিপোর্টার সাকির হোসেন বাদল, দৈনিক ইনকিলাব সাংবাদিক নজির হোসেন নজু, দৈনিক আজকের পত্রিকার নীলফামারী জেলা প্রতিনিধি জসিম উদ্দিন, দৈনিক মানবজমিন পত্রিকার সাংবাদিক এম এ করিম (মিস্টার), দৈনিক নীলফামারীর বার্তার সাংবাদিক এম ওমর ফারুক প্রমুখ।
পরে পত্রিকাটির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও তৃতীয় বর্ষে পদার্পণ উপলক্ষে একটি কেক কাটা হয়। অনুষ্ঠানের সম্মানিত অতিথিরা কেক কাটেন।
এ প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে দৈনিক আমাদের সময় পত্রিকার সাংবাদিক গোপাল চন্দ্র রায়, আজকের পত্রিকার সাংবাদিক রেজা মাহমুদ, দৈনিক মানব ক›ন্ঠ পত্রিকার সাংবাদিক নওশাদ আনছারী, সিসি নিউজটুয়েন্টিফোরডম এর সাংবাদিক আমির হোসেন, একরামুল হক, সময় টিভির ফটোগ্রাফার সোহেল রানা, হৃদয়ে সৈয়দপুর এর প্রতিষ্ঠাতা সোহেল রানা অন্যান্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন।























