নীলফামারীর সৈয়দপুরে জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোঁয়া দিবস-২০২৫ পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে এবং এসকেএস ফাউন্ডেশন ও ওয়াটার এইড বাংলাদেশ এর সহযোগিতা র্যালি, আলোচনা সভা ও হাত ধোয়া প্রদর্শন করা হয়।
গত বুধবার (১৫ অক্টোবর) শহরের সাহেবপাড়াস্থ সাবর্ডিনেট কলোনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে “হাত ধোয়ার নায়ক হোন” দিবসের এবারের প্রতিপাদ্যের ওপর ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) শাহীদ ইশরাক। সৈয়দপুর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মো. আবু জাফর এর সভাপতিত্বে এবং সাবর্ডিনেট কলোনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. শিউলি সুলতানার সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার মো. শফিকুল আলম, উপজেলা তথ্য সেবা অফিসার মো. অফিয়ার রহমান প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ধীমান ভূষন, উপজেলা প্রকৌশলী এম এম আলী রেজা রাজু, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন্নাহার শাহজাদী, উপজেলা সমবায় অফিসার মো. মাহফুজার রহমান, উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. মতিউর রহমান, উপজেলা পরিসংখ্যান অফিসার ইকবাল মোত্তাকিন মো. রফিকুল্ল্যাহ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. সোহেল আহমেদ, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো. মিজানুর রহমান, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. আনোয়ার হোসেনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাবর্ডিনেট কলোনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এর আগে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি সাহেবপাড়া এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাবর্ডিনেট কলোনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা অংশ নেন। শেষে সাবর্ডিনেট কলোনী সরকারি প্রাথমিক বিদালয়ের শিক্ষার্থীদের সামনে সঠিকভাবে হাত ধোয়ার বিভিন্ন কলাকৌশল প্রদর্শণ করা হয়েছে।


























